Posts

Showing posts from September, 2017

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৫

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি গত চারটি পর্বে ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ তার পঞ্চম পর্ব গত চারটি পর্বের লিংক নিচে দেওয়া হল। যাদের প্রয়োজন বা যাজার গত চারটি পর্ব দেখেন নাই তারা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-২ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৩ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৪ এখন আসুন আমরা দেখি, এই পর্বে আপনাদের জন্য কি থাকছে: এই পর্বে আপনাদের জন্য থাকছে: ব্লগের গঠন নিয়ে আলোচনা। অর্থাত একটি ব্লগ দেখতে কেমন হবে ও আনুসঙ্গিক কিছু কথা তাহলে চলুন শুরু করি: ১. আপনার ডোমেইন নেম আপনার নির্বাচিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালো হয়। ২. ডোমেইনের কন্ট্রোল সম্পূর্ণ আপনার কাছে থাকতে হবে। ৩. হোস্টিং নেয়ার পূর্বে মান যাচাই করে নিবেন। ৪. হোস্টিং এর কন্ট্রোল আপনার কাছে থাকতে হবে। ৫. হোস্টিং নেওয়ার আগে তার আপটাইম দেখে নিবেন। ৬. কোম্পানীর ডেমো দেখে স্পীড বুঝে নিন। ৭. ডোমেইনে কখনো bd, 24 ইত্যাদি ব্যবহার করবেন না। ৮. ওয়ার্ডপ্রেস ব্যবহা

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? পর্ব-৪

কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আপনাদের সাথে ‘ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?‘ এই বিষয় নিয়ে আলোচনা করছি। আর এটা তার ৪র্থ পর্ব যারা এখান থেকে শুরু করলেন তাদের জন্য আমি পূর্বের তিনটি পোষ্ট এর লিংক দিয়ে দিলাম: ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-২ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৩ এখন আসুন এই ৪র্থ পর্বে আপনাদের জন্য কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা শুরু করি। এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পোষ্ট করার নিয়ম-কানুন নিযে। তাহলে আসুন শুরু করি। ১. প্রতিটি পোষ্ট কমপক্ষে ১০০-১৫0 শব্দের হলে ভালো হয়। ২. পোষ্টের মধ্যে কখনো বিভিন্ন ভাষা ব্যবহার করবেন না। তবে খুব প্রয়োজনে ২/১ টি ব্যবহার করা যাবে। ৩. কখনো অন্য কারো লেখা কপি করবেন না। ৪. সব সময় ব্লগের নির্বাচিত বিষয় নিয়ে লিখবেন। ৫. আপনার বিষয় নিয়ে অন্য যারা ব্লগ তৈরী করেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। ৬. পোষ্টের মধ্যে যে ভাষা ব্যবহার করবেন তা যেন সব সময় সহজ ও প্রাঞ্জল হয়। ৭. প্রতিটি পোষ্টের মধ্যে 2/3 জায়গায় অন্য পোষ্টের ব্যাক লিংক করবেন। ৮. প্রতিটি পোষ্ট লেখার সময় প

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? পর্ব-৩

শুভেচ্ছা নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমার ‘ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?।‘ সিরিজ পোস্টের ৩য় পর্ব এটি এখানে আমি ব্লগ এবং ব্লগিং নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যারা আমার আগের পোষ্ট দুইটি দেখেন নি তাদের জন্য নিচে পোষ্ট দুইটির লিংক দেওয়া হল: ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১ ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-২ আশাকরি উপর থেকে পোষ্ট দুইটি ভালো ভাবে দেখে নিয়েছেন। এখন আসি তৃতীয় পর্বের মূল আলোচনায়। এই পর্বে আমি আলোচনা করব ব্লগের বিষয় নির্বাচন নিয়ে। আপনার ব্লগ এবং ব্লগিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি তাই মনোযোগ দিয়ে লক্ষ করুন: বিষয় নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে, আপনি কোন বিষয় নিয়ে ব্লগে লিখবেন তাই। এই বিষয় নির্বাচন এর ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো নিচে দেয়া হল: ১. অবশ্যই আপনি ব্লগিং এর ক্ষেত্রে একটি মাত্র ব্লগে একটি মাত্র বিষয় নিয়ে লিখবেন। ২. আপনি সবচেয়ে যে বিষয়ে বেশি বোঝেন এবং বোঝাতে পারেন সেটি নিয়ে লিখবেন। ৩. সবসময় বিভিন্ন সাইট ভিজিট করে দেখবেন যে, আপনার বিষয়ের কোন জিনিষটির চাহিদা বেশি আপনি সেটি লিখবেন। ৪. যে বিষয়টি আপনার নিজের কা

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? পর্ব-২

সবাই অনেক অনেক সালাম ও শুভেচ্ছা নিবেন। আশাকরি ভালো আছেন। আমার এই ধারাবাহিক পোষ্ট টি হল: ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? যারা এখান থেকে শুরু করলেন তাদের জন্য বলি আপনি যদি আমার প্রথম পোষ্ট টি না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন: ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১ গত পর্বে আমি আলোচনা করে ছিলাম ব্লগ এবং ব্লগিং কি? এটি সাধারণত কত প্রকার এই বিষয় নিয়ে। আমার মনে হয় যারা আমার প্রথম পোষ্ট টি পড়েছেন তাদের আর এই বিষয়ে কোন কিছু বুঝতে বাকি নেই। আর যদি বুঝতে কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে মন্তব্য করে জানাতে পারেন। এখন আসুন দ্বিতীয় পর্বের মূল আলোচনায় চলে যাই। এই পর্বে আপনাদের জন্য যা থাকছে তা হল: *ব্লগ কোথায় এবং কিভাবে তৈরী করবেন? অনলাইনে ব্লগ তৈরীর বিভিন্ন ফ্রি এবং পেইড প্লাটফর্ম আছে যেখানে আপনি আপনার নিজের একটি ব্লগ তৈরী করতে পারবেন(লাভজনক)। প্রথমে আসুন আমরা ফ্রি ব্লগের কথা বলি। আমরা যেহেতু ব্লগ থেকে আয় করতে চাই সেহেতু যেখানে আমরা সেই সুযোগ টা বেশি পাবো সেখানেই করব। যেমন ধরুন: ব্লগস্পট বা ব্লগার , উইবলি ইত্যাদি। ব্লগ এবং ব্লগ থেকে আয়ের ক্ষেত্রে আমার কাছে ফ্রি ব্লগ গুলোর মধ্যে এই সা

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? পর্ব-১

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে খুব ভালো আছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা বর্তমান সময়ে ব্লগ এবং ব্লগিং কোন কিছু শেয়ার করা ও তা থেকে কিছু অথবা প্রচুর পরিমাণে টাকা পয়সা আয়ের একটি অন্যতম মাধ্যম। আপনি ইচ্ছা করলে আপনার নিজের একটি পার্সোনাল ব্লগ তৈরী করে সেখানে নিজের কথা গুলো লিখতে পারেন আবার আপনি ইচ্ছা করলে সেখান থেকে কিছু টাকা আযও করতে পারেন। তাই আমি আজ থেকে ‘ব্লগিং কি? কেন? বিভাবে?‘ এই বিষয় নিয়ে ধারাবাহিক পোষ্ট লেখা শুরু করলাম। তাহলে চলুন শুরু করা যাক: ব্লগিং ও ব্লগ কি?: নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোন একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিক ভাবে লিখা বা কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিক ভাবে লিখার মাধ্যমে ইন্টারনেটে সবার সাথে শেয়ার করা কে বলা হয় ব্লগিং। যেসব ওয়েবসাইটে এই লিখা গুলো প্রকাশ করা হয় তাকে বলে ব্লগ। সাধারণ ভাবে যারা ব্লগ ও ওয়েব সাইট সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না তাদের কাছে ব্লগ ও ওযেব সাইট এর কোন পার্থক্য নেই বা তারা এদের মধ্যে কোন পার্থক্য খুজে পান না। তাদের জ্ঞাতার্থে বলি যে, ব্লগ হল এমন একটি ওয়েবসাইট যেখানে কো্ন ইউজার রেজিস্ট্রেশন করে কো

ইন্ট্রানেট এবং এক্সট্রানেট সম্পর্কে কিছু কথা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ইন্ট্রানেট এবং এক্সট্রানেট সম্পর্কে কিছু কথা বলব। আসুন তবে শুরু করা যাক। ইন্ট্রানেট: আপনি ধরে নিন, একটি বৃহত কোম্পানী যার অফিস দেশের বিভিন্ন বিভাগীয় সদরে এবং দেশের বাইরেও আরো কয়েকটি দেশব্যাপী বিস্তৃত। এই কোম্পানীর প্রতিটি অফিসেই ল্যান রয়েছে এবং দেশে এবং দেশের বাইরের এই ল্যানগুলো পরস্পরের সাথে যুক্ত। এ ধরনের নেটওয়ার্ককে আপনি ওয়ান বলতে পারেন। তবে পার্থক্য হচ্ছে, এই ওয়ানের একটি অংশ বা রিসোর্স যেমন: আর্থিক হিসাব, প্রশাসন, ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল ইত্যাদি অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। পাসওয়ার্ড ব্যবহার করে শুধুমাত্র কোম্পানির নিজস্ব লোকজন এসব রিসোর্স ব্যবহার করতে পারে। কোম্পানির সুরক্ষিত রিসোর্স সম্পলিত এই নেটওয়ার্ক অংশটিকে বলা হয় ইন্ট্রানেট। ইন্টারনেটের মতই সম্প্রতি সময়ে ইন্ট্রানেটও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক্সট্রানেট: আলোচ্য কোম্পানির ওয়ানের একটি নির্দিষ্ট অংশ বা এর রিসোর্স সকলের জন্য উন্মুক্ত থাকতে পারে। এসব উন্মুক্ত রিসোর্সের মধ্যে থাকতে পারে কোম্পানী প্রোফাইল, প্রজেক্ট এবং প্রোগ্রাম, শে

আপনি কি জানেন আইপি এড্রেস আসলে কি?

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সকলেই আইপি এড্রেস এই নাম টির সাথে পরিচিত কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এই পর্যন্তই শেষ। তার মানে আইপি এড্রেস সম্পর্কে সঠিক ধারণা সবার নেই তাই আজ আমি আইপি এড্রেস সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে, ইন্টারনেট এ যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে বলা হয় আইপি এড্রেস। একটি আইপি এড্রেস গড়ে ওঠে ৩২ বিট ব্যবহার করে। এই বিট গুলোর প্রতি আটটিকে নিয়ে হয় একটি অকটেট। সুতরাং, আইপি এড্রেসে থাকছে চারটি অকটেট বা ৩২ বিট। একটি আইপি এড্রেস তিন ভাবে প্রকাশ করা যেতে পারে: * ডটেড ডেসিম্যাল- ২০৩.৯১.১৩৯.২ * বাইনারি- ১১০০১০১১.১০১১০১১.১০০০১০১১.১০ * হেক্সাডেসিম্যাল- CB:5B:8B:2 এভাবে আইপি এড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই মনে রাখার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়। আইপি এড্রেসকে শহরের কোনো বাড়ির সাথে তুলনা করা যায়। যেমন: কোনো এলাকার রাস্তার নাম্বার এবং বাড়ির নাম্বার থাকে। একটি রাস্তায় যত বাড়ি থাকে তাদের মধ্যে দুটি বাড়ির নাম্বার কখনও এক হতে পারে না। ঠিক তেমনি নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারের আইপি এড্রেস কখনও এক হতে পারে না। বাড়ির ঠিকানায়

জাভা মোবাইলে ফোল্ডার হাইড করুন একদম সহজে!!!

আশাকরি সবাই খুব কুশলেই আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত মোবাইলে কিছু গোপন বা একান্ত ব্যক্তিগত কিছু ফাইল থাকতেই পারে এটা খুব স্বাভাবিক কথা আবার এই মোবাইল টি আপনার কোন বন্ধু বা নিকট জন যে ধরবে না তাতে কোন গ্যারান্টি দেওয়া জায় না। অর্থাত আপনার মোবাইল টির একটু সিকিউরিটির প্রয়োজন হয়। আসল কথা বলতে কি আপনার মোবাইলে কিছু কিছু সময় ফোল্ডার হাইড করার প্রয়োজন পড়ে । আর আপনার যদি কোন জাভা সফটওয়ার সম্বলিত মোবাইল হয় তাহলে কোন সফটওয়ার ব্যবহার করার উপায় নেই সেই ক্ষেত্রে আপনাকে ট্রিক্স অবলম্বন করতে হবে। তাহলে আসুন আমরা জাভা মোবাইলের ফোল্ডার হাইড নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডিরেক্টরিতে একটি ফোল্ডার তৈরী করতে হবে। যার নাম হবে এমন: shihab.jad এই ফোল্ডার তৈরী করার পর আপনার যত প্রয়োজনীয় ফাইল আছে যা আপনি গোপন রাখতে চান সেগুলো ঐ ফোল্ডারে রাখুন। রাখা শেষ হলে আর একটি ফোল্ডার তৈরী করতে হবে ঠিক তার পাশে নাম হবে: shihab.jar এখন দেখুন আপনার পূবে তৈরীকৃত shihab.jad ফোল্ডারটি হাইড হয়ে গেছে। shihab.jad ফোল্ডারটি ফিরে পেতে shihab.jar ফোল্ডারটি ডিলেট করে দিন। তাহলে আপনার shihab.

ব্লগস্পট ব্লগে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যোগ করবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা যখন বিভিন্ন ব্লগস্পট ব্লগে ভিজিট করি তখন কিছু কিছু ব্লগে দেখা যায় সেখানে ঢোকার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে হয়। যদিও এই ধরনের মিউজিক আপনার ব্লগস্পট ব্লগের লোড টাইম বাড়িয়ে দেয় তার পরও এই ধরনের মিউজিক শুনতে অনেকের কাছে ভালো লাগে। তাই আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে আপনি আপনার ব্লগস্পট ব্লগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক: ১. প্রথমে নিচে থেকে এই কোড টা কপি করে নিন: <bgsound src="http://yoursite.com/yoursound.mp3" loop=infinite>   ২. আপনার নিজের মিউজিক/ এমপিথ্রি ফাইলের এড্রেস এই কোডের মধ্যে রিপ্লেস করুন। ৩. এখন আপনার ব্লগস্পটের ড্যাশবোর্ড হতে থিমটি এডিট মোডে ওপেন করুন। ৪. আপনার কোড টুকু ট্যাগ এর পরে বসিয়ে দিন। ৫. আপনার ব্লগের হোমপেজ রিফ্রেশ করুন। এবার উপভোগ করুন আপনার ব্লগস্পটের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ধন্যবাদ সবাইকে।

সুন্দর মোবাইল সাইট তৈরী করতে চান? একটু এই দিকে দেখুন।

আশাকরি সকলে অনেক অনেক ভালো আছেন। বর্তমানে দেশে মোবাইলের ছড়া ছড়ি। কত লাখ মডেলের মোবাইল যে এই দুনিয়ায় আছে তার সঠিক হিসাব মনে হয় গুগলও দিতে পারবে না। আর এর মধ্যে আবার আছে স্মার্ট ফোন। এই স্মার্ট ফোনের দুনিয়ায় অনেকেই চায় ওয়েব সাইট গুলো মোবাইল দিয়ে ভিজিট করতে তাই ওয়েব বা ওয়াপ সাইটের মালিকরা চায় তাদের সাইটটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয় বা এমন লোক আছে যারা শুধুমাত্র মোবাইলের জন্য সাইট বানাতে চান। আর এই কাজের জন্য আছে বিভিন্ন রকমের স্ক্রীপ্ট। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি স্ক্রীপ্টের পরিচয় করিয়ে দিব(যদিও অনেকে জানেন) এই স্ক্রীপ্ট বা সি, এম,এস এর নাম হল জন সি,এম,এস এটি আপনি আপনার সার্ভারে যে কোন সি এমএস এর মত ইন্সটল করতে পারবেন। এবং ইন্সটল করার পরে আপনি পাবেন একটা নিজস্ব এডমিন প্যানেল। যার মাধ্যমে আপনি সহজে আপনার সাইট টি ম্যানেজ করতে পারবেন। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত এখান থেকে সি এমএস টি ডাউনলোড করে নিন। ও ধুমছে মোবাইল ওয়াপ তৈরী করুন। ডেমো এবং ডাউনলোড এখানে। সবাইকে অনেক ধন্যবাদ।

কম্পিউটারের সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট করবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। কিছু কিছু সময় আমাদের কম্পিউটারের পুরা হার্ডডিস্ক ফরম্যাট করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যেটা করি সেটা হল উইন্ডোজ দেওয়ার সময় ফরম্যাট বা পার্টিশন দিয়ে নিই। কিন্তু আপনি চাইলে মাত্র একটা ডাবল ক্লিক করে সম্পূর্ণ হার্ডডিস্ক ফরম্যাট করে নিতে পারেন। এই জন্য আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করে নিচের কোড গুলো লিখুন: 010010110001111100100101010101010100000111111 00000 এবার এটিকে format.exe নামে সেভ করুন। এখন আপনি আপনার পুরা হার্ডডিস্ক ফরম্যাট করতে চাইলে এর উপর মাত্র একটা ডাবল ক্লিক করুন। দেখবেন আপনার সম্পূর্ণ হার্ডডিস্ক পুরা নতুন বনে গেছে। ধন্যবাদ সবাইকে।

কম্পিউটারের র‌্যামকে সুস্থ সবল রাখতে যা করতে পারেন।

আমরা অবিরাম কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের কম্পিউটারের র‌্যাম কিছুটা জ্যাম হয়ে যায়, এবং তখন দরকার হয় একে ইজি করার, আর তখন ‘র‌্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‌্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি এই ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র‌্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র‌্যামের জায়গা বৃদ্ধি করবে।সবাই ভালো থাকবেন।

নিয়ে নিন সফটওয়্যার ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইট লিংক।

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা নিঃসন্দেহে বিভিন্ন সফটওয়ার ব্যবহার করি তাই প্রয়োজনে হোক আর শখের বসে হোক। নতুন নতুন সফটওয়ার দেখলে সেটা ব্যবহার করার জন্য ব্যস্ত হয়ে উঠি। তাই নিঃসন্দেহে আমি বলতে পারি আমরা সবাই সফটওয়ার ভালোবাসি। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম 26 টি সফটওয়ার ডাউনলোডের সাইটের লিংক। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না। 1. সফট পিডিয়া (Soft pedia) 2. সিনেট (Cnet) 3. ব্রাদারসফট (Brothersoft) 4. সফটনিক (Softonic) 5. নাইন ডাউন (9down) 6. ডাউনলোড৩০০০ (Download3000) 7. ডাউনলোড- থ্রিকে (Download3k) 8. ডাউনলোড- এটুজেড (Download A to Z) 9. ফাইল হিপ্পো (filehippo) 10. ফ্রি অয়্যার জুম (Free ware zoom) 11. ফ্রি ওয়্যার ফাইলস (Free ware files) 12. ফ্রি এন্ড ফ্রি ওয়্যার (Free and free ware) 13. অল ফ্রিওয়্যার (All Freeware) 14. গিভএওয়ে অভ দা ডে (Giveaway of the day) 15. সফট লিস্ট (Soft list) 16. গো লোডস (Go loads) 17. সফটওয়্যার লোড (Software lode) 18. হো ডাউনলোড (Ho download) 19. সফট ৩২ (S

কম্পিউটারের সিক্রেট ফোল্ডার সফটওয়ার ছাড়া লক করুন!!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বিভিন্ন সময় আমাদের কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার লক করার প্রয়োজন পড়ে আর আপনি এখন যে কোন ফোল্ডার লক করতে পারেন খুব সহজে তাও আবার কোন রকম সফটওয়ার ছাড়া তাহলে আসুন দেখি কি ভাবে করতে হয়। মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম shihab এবং এটি রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\shihab ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন- ren shihab shihab.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন। এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন- ren shihab.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} shihab নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন। তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন। ধন্যবাদ।

আসুন জেনে নিই কোন শব্দগুলো গুগলে সবচেয়ে বেশী সার্চ করা হচ্ছে।

Image
আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা প্রতি নিয়ত ইন্টারনেটে বিভিন্ন কাজ করি। আর এই কাজের একটা বিশেষ অংশ হল গুগলে বিভিন্ন তথ্য সার্চ করা। আমি যেমন সার্চ করি অন্য আর একজনও সেই রকম সার্চ করে। গুগল ছাড়া আমাদের চলে না বললে ভুল হবে না। কিন্তু একটা বিষয় কখনও ভেবেছেন কি? যে কোন শব্দ গুলো সবচেয়ে বেশি বার গুগলে সার্চ করা হচ্ছে? হ্যা অনেকে হয়ত ভাবেন আবার অনেকে নাও ভাবতে পারেন। কিন্তু আপনি যদি চান তাহলে সহজে গুগল থেকে খুজে বের করতে পারবেন গুগলে সবচেয়ে বেশি বার খোজা শব্দ বা কন্টেন্ট। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো: প্রথমে আপনাকে এই ঠিকানায় যেতে হবে: গুগল ট্রেন্ডস এখানে যাওয়ার পর আপনি এই রকম একটা চিত্র দেখতে পাবেন: এখানে ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেট এর পরিসংখ্যান দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে বিভিন্ন দেশ সিলেক্ট করে দেখতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফকে সাজিয়ে নিতে একটি দারুন ফটোফ্রেম সফটওয়ার!!

সুপ্রিয় ভাই ও বোনেরা আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা আমাদের প্রিয় ছবি বা ফটোগ্রাফ কে মনের মত করে সাজিয়ে নিতে অনেক সফটওয়ার ব্যবহার করি, যতই কষ্ট হোক আমাদের ছবি টা যেন হয় মনের মত, তাই না? হ্যাঁ তাই। আর এই কাজের জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফটোশপ সফটওয়ার ব্যবহার করি, তার পরও যেন মনের মত হয়না। তাই ছবির ফ্রেমের বিষয়টা মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সফটওয়ার যার সাহায্যে আপনি এক মুহুর্তেই আপনার ছবিতে ফ্রেম এড সহ অনেক ভাবে ডিজাইন করতে পারবেন। তাই আর দেরী না করে এক্ষুনি এখান থেকে ডাউনলোড করে নিন। এবং আপনার ছবি কে সাজিয়ে নিন মনের মত করে। আর আমার এই পোষ্ট টি কেমন লাগল তা জানাবেন। সবাই খুব সুন্দর থাকুন এবং পিসি হেল্পলাইনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

এখন মজিলা ফায়ারফক্স এর প্রতিটি ট্যাব হবে আলাদা রঙে!!!

Image
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা যারা ইন্টার নেট ব্যবহার করি তাদের মধ্যে অধিকাংশই মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি। আমি আজ আমাদের এই প্রিয় ব্রাউজার টির জন্য নিয়ে এলাম এমন এক এড অন্স যেটা ইন্সটল করা হলে আপনি যতগুলো ট্যাব খুলবেন প্রত্যেকটির আলাদা আলাদা একটি কালার আসবে। যা দেখতে খুবই সুন্দর লাগবে।এটি পেতে এখানে http://www.binaryturf.com/free-software/colorfultabs-for-firefox/ ক্লিক করে এড অন্সটি ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার মজিলা রিস্টার্ট করবেন ব্যস দেখবেন আপনার প্রত্যেকটি ট্যাব আলাদা আলাদা কালার হয়ে গেছে। ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো লেগেছে। তাই আপনাদের কে জানালাম দেখুনতো আপনার ভালো লাগে কি না। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

আপনার কম্পিউটার হতে Turn off এবং Log Off হাইড করুন।

আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি মহান আল্লাহর রহমতে খুব ভাল আছেন সবাই। আপনি ইচ্ছা করলে আপনার কপম্পিউটার এর Turn off computer এবং Log Off মেনু লুকিয়ে রাখতে পারেন। কিভাবে করবেন? Turn off computer এবং Log Off মেনু হাইড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। ১। Log Off মেনু হাইড করতে… প্রথমে start- run এ যান। লিখুন gpedit.msc Group Policy নামে নতুন একটি ঊইন্ডো open হবে। এখন User Configuration →Administrative Templates → Start menu and taskbar এ যান। এখন ডান পাশ থেকে Remove Log off on the StartMenu এ ডাবল ক্লিক করুন। Remove Log off on the StartMenu ঊইন্ডো open হবে। এখান থেকে Enabled এ সিলেক্ট করুন । এরপর apply করে ok দিয়ে বের হয়ে আসি। দেখুন Log Off মেনু উধাও হয়ে গেছে। Turn off computer এবং Log Off ফিরিয়ে আনতে উপরের নিয়মাবলি অনুসরণ করে শুধুমাত্র Enabled এর জায়গায় Disabled অথবা Not Configured এ সিলেক্ট করতে হবে । ধন্যবাদ সবাই কে।

খুব সহজ পদ্ধতিতে ব্লগস্পটে যে কোন পোষ্ট স্টিকী করে রাখুন!!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা জানি যে, যে পোষ্ট গুলো একেবারে ব্লগস্পটের প্রথম পেজের প্রথমে থাকে সে গুলোকে বলা হয় স্টিকি পোষ্ট। আমরা যখন ব্লগস্পেটে পোষ্ট করি তখন দেখা যায় যে, আমরা যদি পরপর 4টি পোষ্ট করি তাহলে পর পর একটি করে প্রথমে আসে অর্থাৎ, সর্বশেষ করা পোষ্টটি প্রথমে আসে, এখন আমাদের মাঝে মাঝে এমন কিছু পোষ্ট আছে যে গুলোকে আমাদের প্রথমে রাখার দরকার হয়। তখন কি করতে হবে? হ্যা তখন যা করতে হবে তা হলঃ প্রথমে আপনি পোষ্টটি করবেন। তারপর এডিট পোষ্ট এ যাবেন। পোষ্ট পাবলিশের তারিখের স্থানে ভবিষ্যতের কোন তারিখ সেট করে দিবেন। পোষ্টটি আপডেট করে দিবেন। ব্যস আপনার কাজ শেষ। এখন আপনি যে তারিখ সেট করেছেন, সেই তারিখ অতিক্রম না করা পর্যন্ত ঐ পোষ্ট টি আপনার স্টিকি হয়েই থাকবে। ধন্যবাদ সবাইকে।

সহজে এডসেন্স পেতে হলে একটু এদিকে দেখুন!!

অনেক অনেক সালাম ও শুভেচ্ছা নিবেন, কেমন আছেন? আপনারা যারা অনলাইনে ব্লগিং করেন তদের অনেকের goole adsense account আছে ‌। আবার অনেকে‌ই পান নাই । যারা পান নাই তারা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে যাচ্ছেন। আবার যারা পেয়েছেন তারা সঠিক গাইড লাইনের অভাবে google adsense থেকে ভাল টাকা ইনকাম করতে পারেন না বা হারানোর ভয়ে আছেন। আবার যারা Google Adsense এ নতুন তারা সটিক গাইড নাইন পায় না । যাই হোক আজ আমি আপনাদের জন্য google adsense এর সম্পকে একটি ইবুক দিব । আসাকরি বইটি আপনাদের অনেক উপকারে আসবে। বইটির নাম Google AdSense Secrets 5.0 MMO । আমার মনেহয় বইটি আপনাদের অনেক উপকারে আসবে । আর আপনাদের উপকারে আসলেই আমার লেখা সর্থক হবে।

এক নজরে দেখে নিন বাংলাদেশের সকল সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা।

আমাদের নিজেদের বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝে বাংলাদেশের কোন না কোন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট দরকার হয়। যে গুলো আমাদের সংগ্রহে সবসময় থাকে না তাই আমি আজ এগুলোর একটা লিস্ট করে আপনাদের জন্য উপহার দিলামঃ PUBLIC UNIVERSITIES of BANGLADESH Bangladesh Agricultural University http://www.bau.edu.bd/ Bangladesh Open University http://www.bou.edu.bd/ Bangabandhu Sheikh Mujibur Medical University http://www.bsmrau.org/ Bangladesh University of Engineering and Technology (BUET) http://www.buet.ac.bd/” Chittagong University (CU) http://www.cu.ac.bd/ Chittagong University of Engineering and Technology (CUET) http://www.cuet.ac.bd/” College of Textile Technology http://www.ctet.gov.bd/ Dhaka University (DU) http://www.univdhaka.edu/ Dhaka University of Engineering and Technology (DUET) http://www.duet.ac.bd/ Hajee Mohammad Danesh Science and Technology University http://www.hstu.info/ Islamic University, Kushtia http://www.iu.ac.bd/” Jahangirnagar University (JU) http://www.juniv.edu/ Jagannath University

নিয়ে নিন পিসির জন্য ছোট্ট সুন্দর এবং দারুন একটি মিউজিক প্লেয়ার!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো তাই না? গান শোনেন না এমন মানুষ পৃথিবীতে খুজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আপনি কি এমন কোন ব্যক্তির সন্ধান যানেন যে গান শোনে না। আমার মনে হয় আপনি যানেন না বা আপনাকে যদি খুজতে বলা হয় তাহলে এজীবনে আর খুজে পাবেন না। তাই বলা যায় যে গান মানুষ কান দিয়ে শোনে আর অন্তর দিয়ে উপলব্ধি করে। আর এই গান যদি শোনা হয় বে-সুরো ভাবে তাহলে? তাহলে এর ভালো ইফেক্টের পরিবর্তে আপনার মাথা জ্বালা শুরু হয়ে যাবে তাই না? আর এই জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন সুন্দর একটি মিউজিক প্লেয়ার যেটা আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এই মিউজিক প্লেয়ার টির নাম হলঃ Songbird 2.0.0 এটি আপনার মিউজিক/গান শোনার মজা টা কে একে বারে পূর্ণ করে দিবে। এর কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট আছে যে গুলো আসলে আপনি ব্যবহার না করলে বুঝবেন না। তাই এর মজা পেতে হলে এক্ষুনি এখান থেকে ডাউনলোড করে নিন। ভালো থাকবেন সবাই খুব ভালো এবং টিউটোরিয়াল বিডি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

আপনার কম্পিউটারের যে কোন ফাইল বা ফোল্ডার খুজে বের করুন এখন আরও সহজে!!!

সালাম ও শুভেচ্ছা নিবেন আশাকরি সকলে ভালো আছেন। সবাই নাম শুনেই নিশ্চই বুঝতেই পারছেন এভ্রিথিং মানে সবকিছু! হ্যাঁ আসলেই সবকিছু । মাঝে মাঝে আমাদের কম্পিউটারের কিছু ফাইল বা ফোল্ডার খুজে পাওয়া যায় না সেই সময় খুব বিরক্তি লাগে। কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডার খুজার জন্য আমরা অনেকে অনেক রকমের সফটওয়ার ব্যবহার করে থাকি । কিছু সফটওয়ারের সাহায্যে খুজে পাওয়া যায় তবে এগুলো ব্যবহার করা খুব ঝামেলার ব্যাপার। তবে আমি আজ আপনাদেরকে এভ্রিথিং নামের সফটওয়্যারটির কথা বলব যা দিয়ে আপনি খুব সহজেই এবং কয়েক গুণ দ্রুত আপনার কাঙ্কিত ফাইল বা ফোল্ডারটি খুজে বের করতে পারেন কোন রকম সমস্যা ছাড়া । আমি নিজেও সফটওয়্যারটি ব্যবহার করছি কয়েক মাস ধরে খুব ভালো মানের এই সফটওয়ার টি । মাত্র ৩৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি বিনামুল্যে ডাওনলোড করে নিতে পারেন নিচের লিঙ্কটি থেকে। ডাওনলোড ধন্যবাদ সবাইকে।

আপনার পিসির স্ক্রীনশট নিন পিক পিক দিয়ে খুব সহজে!!

কেমন আছেন সবাই? আশাকরি আমার মত সবাই খুব ভালো আছেন। কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ই আমাদেরকে বিভিন্ন জিনিষ এর স্ক্রীনশট নিতে হয়। যেটা অনেক সময় সমস্যার কারণ হয়ে দেখা দেয় সফটওয়ারের জন্য। বিশেষ করে আমরা যারা নেট এ বিচরণ করি তাদের কাছে স্ক্রীনশট একটা গুরুত্বপূর্ণ জিনিষ। আর এ ক্ষেত্রে অসাধারন একটি সফটওয়্যার হচ্ছে PicPick, এ সফটওয়্যারটির অন্যতম সেরা বৈশিষ্ট হচ্ছে এতে ইমেজ এডিট টুলস বিদ্যমান এর মাধ্যমে ফটোশপের মতোই ইমেজ এডিটও করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এই ফ্রি ওয়্যার সফটওয়্যারটি দিয়ে চলমান উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরণের স্ক্রীনশট নেয়া যাবে। পুরো স্ক্রীন ও স্ক্রীনের যে কোনো অংশের ইচ্ছানুযায়ী শট নিতে এটি বেশ কার্যকরী । এ ছাড়াও সফটওয়্যারটি ব্যবহার করে ব্রাইটনেস,কনট্রাষ্ট,কালার প্যালেট,ইফেক্টসহ এই ইমেজের সব ধরনের কাজও করা যাবে। এক কথায় এই সফটওয়ারের বিশেষত্ব খুবই ভালো। বিস্তারিত জানার জন্য ও সফটওয়্যারটির উনলোডলিন্ক পেতে চাইলে এখানে ক্লিক করুন

সিরিয়াল কী বা ক্র্যাক দরকার? তাহলে একটু এই দিকে দেখুন ।

আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক দোয়ায় খুব ভালো আছি। যাই হোক মূল কথায় আসি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়ার ব্যবহার করি কিন্তু নির্মম হলেও সত্য যে বর্তমানে সকল ভালো মানের সফটওয়ার ব্যবহার করতে সিরিয়াল কী লাগে যা টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু সবসময় সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই আমি আজ আপনাদের সাথে কিছু সাইট শেয়ার করছি যে সাইট গুলোতে আপনি প্রচুর পরিমাণে সিরিয়াল কী পাবেন একদম ফ্রিতে। আর সাথে সাথে শেয়ার করছি কিছু ক্র্যাক ডাউনলোডের সাইট। সিরিয়াল কী ডাউনলোডের জন্য: http://www.serialkey.net http://www.keygenguru.com http://www.zcrack.com http://www.supercracks.net http://www.serialportal.com http://www.serialcrackz.com http://www.serials.be http://www.smartserials.com http://www.cracksfm.com http://www.cracklib.net http://www.crackdb.org http://www.keygens.nl http://www.crackfind.com http://www.crackserialkeygen.com http://www.keygenmusic.net http://www.cracktop.com http://www.crack-keygen-site.com http://www.serials.ws/ http:

আপনার টাইপিং এর গতি মেপে নিন এবং সাথে প্রাক্টিস এর সুবিধা!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সময় টাইপ করার প্রয়োজন পড়ে। এবং বিভিন্ন চাকরীর ক্ষেত্রেও এই টাইপিং এর নির্দিষ্ট গতি চাওয়া হয়। কিন্তু আমরা অনেকে জানিনা যে, আমাদের হাতের টাইপিং গতি কত। আর এই জন্য আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি একটা দারুন ওয়েব সাইট যেখানে আপনি আপনার হাতের টাইপিং কতটা দ্রুত তা জানতে পারবেন এবং সাথে সাথে প্রাক্টিস ও করতে পারবেন। তাহলে আর দেরী না করে এক্ষুনি এই লিংকে ক্লিক করে সাইটটাতে প্রবেশ করুন এবং প্রাক্টিস করা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।

আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার এ পাসওয়ার্ড দিবেন যে ভাবে।

Image
সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমাদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য অন্যতম এক ব্রাউজার হল মোজিলা ফায়ার ফক্স। অনেক অনেক ব্রাউজার ইন্টারনেটে ফ্রি পাওয়া গেলেও অধিকাংশ ইউজার মোজিলার প্রেমে পড়ে যায় তাই মোজিলা ব্রাউজারের ইউজার এখন অগণিত। যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে তাই আমি আজ দেখাবো কিভাবে আপনার মোজিলা ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড সেট করবেন। চলুন শুরু করা যাক। ১. প্রথমে আপনি মোজিলার tools থেকে options এ যান। ২. এবার যে উইন্ডোজ টি আসবে সেখান থেকে security ট্যাব এ ক্লিক করবেন। এবং use a muster password এ টিক মার্ক দিবেন ৩. এখন যে পপ-আপ উইন্ডো আসবে সেখানে পাসওয়ার্ড সেট   করে OK ক্লিক করুন। এখন আপনার মোজিলা ব্রাউজার পাসওয়ার্ড প্রোটেক্টেড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের ডাউনলোড স্পীড, খুব সহজে!!

আশাকরি সকলে ভালো আছেন। সাধারণত প্রায় ৮০% লোক ডাউনলোড করবার জন্য Internet Download Manager ব্যবহার করি। এটা ব্যবহার করি না এমন লোক বোধহয় খুব কমই আছেন। এটাতে আমরা ডাউনলোড স্পীড মোটামুটি ভালই পাই যদি আমরা আর একটু ট্রিক্স করে এর ডাউনলোড স্পীড আগের তুলনায় মোটামুটি বাড়িয়ে নিতে পারি তাহলে মন্দ হয় না তাই না? হ্যা তাই আজ আমি দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড স্পীড বাড়ানো যায়। নিচের ধাপ গুলো অনুসরণ করুন: প্রথম যে কথাটা বলা দরকার সেটা হল সবসময় IDM এর লেটেস্ট ভার্সন ব্যবহার করুন। তাহলে খুব ভালো ফল পাবেন বলে আমি মনে করি। ১। IDM ওপেন করে উপর হতে Download ট্যাব হতে Options এ ক্লিক করুন। ২। এবার Connection ট্যাব এ ক্লিক করুন এবং Connection Tab/Speed এ গিয়ে Others সিলেক্ট করুন। Defaule max conn. number এ ১৬ দিন। ৩। Ok করে বেরিয়ে আসুন। ৪। Run এ গিয়ে লিখুন regedit. এবং এন্টার চাপুন। ৫। বামপাশ হতে HKEY_CURRENT_USER> Software > DownloadManager এ যান। ৬। এবার ডানপাশ হতে Connectionspeed এ ডাবল ক্লিক করুন। Decimal সিলেক্ট করুন এবং বক্সে লিখুন 999999999. ৭। এখন ডাউনলোড ম্যানেজার

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের কিছু কিছু লিংকে ক্লিক করলে সেটা যদি এভেইলেবল না হয় তখন আমাদের 404 পেজে নিয়ে যায়। সেখান থেকে অন্য পেজে আসতে হলে যেমন হোম পেজে আসতে হলে আমাদের হোমপেজের লিংকে ক্লিক করতে হয়। কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন ইউজার যদি এই 404 পেজের কবলে পড়ে তাহলে তাকে ম্যানুয়ালি আর হোম পেজ এ আসতে হবে না। 404 পেজ থেকে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের হোমপেজ এ রিডাইরেক্ট করাবে। আর এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে আপনি নিচের কোড টুকু কপি করে ড্যাশবোড হতে এডিট অপশন থেকে আপনার 404 পেজের নিচে যে কোন স্থানে পেষ্ট করে সেভ করুন। <?php header("HTTP/1.1 301 Moved Permanently"); header("Location: ".get_bloginfo('url')); exit(); ?>   এখন থেকে আপনার কোন ইউজারকে আর ম্যানুয়ালি 404 পেজ থেকে বের হতে হবে না। অটোমেটিক হোমপেজে রিডাইরেক্ট হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Maintenance Mode দেখাবেন যে ভাবে।

আমাদের সাইটের বা ব্লগের প্যানেলে বা ড্যাশবোর্ডে কাজ করা নিত্য দিনের ঘটনা। কিন্তু কাজটি যদি এমন হয় যে, এই সময় হোমপেজে কনটেন্ট গুলো ডিসপ্লে করানো সম্ভব না। বা এক কথায়: এই সময় আপনার সাইটে কাউকে এলাউ করবেন না। তখন কি করবেন? তখন আপনার হোমপেজে maintenance mode এর একটি বার্তা দেখাতে হবে। আর এই কাজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে থাকি। কিন্তু প্লাগিন ব্যবহার করলে সাইট অপেক্ষাকৃত ভারী হয়ে যায় যার কারণে আপনার সাইট লোড হতে বেশি সময় নেয়। তাই আপনি ইচ্ছা করলে এই কাজটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে করতে পারেন ছোট একটি কোড দিয়ে। আর এর জন্য আপনাকে যা করতে হবে তা হল: নিচে থেকে আপনাকে কোড টুকু কপি করে functions.php ফাইলে যোগ করতে হবে। [php] function wpexplorer_maintenance_mode() { if ( !current_user_can( 'edit_themes' ) || !is_user_logged_in() ) { wp_die('Maintenance, we are coming soon.'); } } add_action('get_header', 'wpexplorer_maintenance_mode'); [/php] এই কোড টুকু যতক্ষণ আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে থাকবে ততক্ষণ আপনার সাইটে কেউ প্রবেশ

copy.com হতে পারে আপনার অনলাইন স্টোরেজ সমস্যার সমাধান!!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে  লেখা টি প্রকাশ করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা যারা অনলাইনের সাথে জড়িত তাদের সবার কম-বেশি অনলাইন স্টোরেজ এর প্রয়োজন হয়। আর এই কাজে আমরা সাধারণত ফ্রি প্রোভাইডার দের কাছথেকে তাদের কোম্পানীর নির্দিষ্ট ফ্রি স্পেস ব্যবহার করে থাকি। আর আমি আজ আপনাদের সাথে এমন একটি ফ্রি কোম্পানীর সাথে পরিচয় করিয়ে দিব যারা আপনাকে রেজিস্ট্রেশন করার সাথে সাথে ৫জিবি স্পেস দিবে এবং কাউকে রেফার করলে পাবেন আরো ৫জিবি এর পর আপনি ঐ কোম্পানীর লিংক টুইট করলে আরো ২ জিবি পাবেন। তাই আর দেরী না করে এখুনি এখান থেকে রেজিস্ট্রেশন করুন এবং ফাইল শেয়ারিং শুরু করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।