ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!



সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের কিছু কিছু লিংকে ক্লিক করলে সেটা যদি এভেইলেবল না হয় তখন আমাদের 404 পেজে নিয়ে যায়। সেখান থেকে অন্য পেজে আসতে হলে যেমন হোম পেজে আসতে হলে আমাদের হোমপেজের লিংকে ক্লিক করতে হয়। কিন্তু আপনি যদি চান তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন ইউজার যদি এই 404 পেজের কবলে পড়ে তাহলে তাকে ম্যানুয়ালি আর হোম পেজ এ আসতে হবে না। 404 পেজ থেকে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের হোমপেজ এ রিডাইরেক্ট করাবে। আর এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে আপনি নিচের কোড টুকু কপি করে ড্যাশবোড হতে এডিট অপশন থেকে আপনার 404 পেজের নিচে যে কোন স্থানে পেষ্ট করে সেভ করুন।
<?php
header("HTTP/1.1 301 Moved Permanently");
header("Location: ".get_bloginfo('url'));
exit();
?>

 

এখন থেকে আপনার কোন ইউজারকে আর ম্যানুয়ালি 404 পেজ থেকে বের হতে হবে না। অটোমেটিক হোমপেজে রিডাইরেক্ট হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।





Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!