ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে? পর্ব-৪



কেমন আছেন সবাই? আশাকরি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি আপনাদের সাথে ‘ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?‘ এই বিষয় নিয়ে আলোচনা করছি। আর এটা তার ৪র্থ পর্ব যারা এখান থেকে শুরু করলেন তাদের জন্য আমি পূর্বের তিনটি পোষ্ট এর লিংক দিয়ে দিলাম:

ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-১
ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-২
ব্লগ এবং ব্লগিং কি? কেন? বিভাবে?। পর্ব-৩

এখন আসুন এই ৪র্থ পর্বে আপনাদের জন্য কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা শুরু করি। এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পোষ্ট করার নিয়ম-কানুন নিযে। তাহলে আসুন শুরু করি।
১. প্রতিটি পোষ্ট কমপক্ষে ১০০-১৫0 শব্দের হলে ভালো হয়।
২. পোষ্টের মধ্যে কখনো বিভিন্ন ভাষা ব্যবহার করবেন না। তবে খুব প্রয়োজনে ২/১ টি ব্যবহার করা যাবে।
৩. কখনো অন্য কারো লেখা কপি করবেন না।
৪. সব সময় ব্লগের নির্বাচিত বিষয় নিয়ে লিখবেন।
৫. আপনার বিষয় নিয়ে অন্য যারা ব্লগ তৈরী করেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।
৬. পোষ্টের মধ্যে যে ভাষা ব্যবহার করবেন তা যেন সব সময় সহজ ও প্রাঞ্জল হয়।
৭. প্রতিটি পোষ্টের মধ্যে 2/3 জায়গায় অন্য পোষ্টের ব্যাক লিংক করবেন।
৮. প্রতিটি পোষ্ট লেখার সময় পোষ্টের মধ্যে ৪/৫ জায়গায় আপনার ব্লগের ৪/৫ টি কিওয়ার্ড বসিয়ে হাইলাইট করবেন। এবং যে, দুই/তিন জায়গায় ব্যাকলিংক করবেন তা যেন ঐ কিওয়ার্ডেই হয়।
৯. পাঠকের মন্তব্যের গঠনমূলক উত্তর দিবেন। কোন পাঠক যেন অখুশি না হয়।
১০. পাঠক আপনার কাছে যে বিষয়ে লেখা চায় বা পাঠকের রিকোয়েস্ট মূলক পোষ্ট দ্রুত করার চেষ্টা করবেন।
১১. যদি কখনো অন্য কারো লেখা কপি করতেই হয় তাহলে মুল লেখকের অনুমতি নিয়ে করবেন।
১২. এক দিনে ৩ টা পোষ্টের বেশি পোষ্ট করবেন না। প্রতি প্তাহে ৩/৪ টি পোষ্ট করলে ভালো হয়।

তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আপনার ব্লগের গঠন নিয়ে কিছু আলোচনা করার প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!