আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা প্রতি নিয়ত ইন্টারনেটে বিভিন্ন কাজ করি। আর এই কাজের একটা বিশেষ অংশ হল গুগলে বিভিন্ন তথ্য সার্চ করা। আমি যেমন সার্চ করি অন্য আর একজনও সেই রকম সার্চ করে। গুগল ছাড়া আমাদের চলে না বললে ভুল হবে না। কিন্তু একটা বিষয় কখনও ভেবেছেন কি? যে কোন শব্দ গুলো সবচেয়ে বেশি বার গুগলে সার্চ করা হচ্ছে? হ্যা অনেকে হয়ত ভাবেন আবার অনেকে নাও ভাবতে পারেন। কিন্তু আপনি যদি চান তাহলে সহজে গুগল থেকে খুজে বের করতে পারবেন গুগলে সবচেয়ে বেশি বার খোজা শব্দ বা কন্টেন্ট। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
প্রথমে আপনাকে এই ঠিকানায় যেতে হবে:
গুগল ট্রেন্ডসএখানে যাওয়ার পর আপনি এই রকম একটা চিত্র দেখতে পাবেন:

এখানে ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেট এর পরিসংখ্যান দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে বিভিন্ন দেশ সিলেক্ট করে দেখতে পারবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
0 Comments