Header Ads Widget

Responsive Advertisement

নিয়ে নিন পিসির জন্য ছোট্ট সুন্দর এবং দারুন একটি মিউজিক প্লেয়ার!!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো তাই না? গান শোনেন না এমন মানুষ পৃথিবীতে খুজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আপনি কি এমন কোন ব্যক্তির সন্ধান যানেন যে গান শোনে না। আমার মনে হয় আপনি যানেন না বা আপনাকে যদি খুজতে বলা হয় তাহলে এজীবনে আর খুজে পাবেন না। তাই বলা যায় যে গান মানুষ কান দিয়ে শোনে আর অন্তর দিয়ে উপলব্ধি করে। আর এই গান যদি শোনা হয় বে-সুরো ভাবে তাহলে? তাহলে এর ভালো ইফেক্টের পরিবর্তে আপনার মাথা জ্বালা শুরু হয়ে যাবে তাই না? আর এই জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন সুন্দর একটি মিউজিক প্লেয়ার যেটা আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এই মিউজিক প্লেয়ার টির নাম হলঃ Songbird 2.0.0
এটি আপনার মিউজিক/গান শোনার মজা টা কে একে বারে পূর্ণ করে দিবে। এর কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট আছে যে গুলো আসলে আপনি ব্যবহার না করলে বুঝবেন না। তাই এর মজা পেতে হলে এক্ষুনি এখান থেকে ডাউনলোড করে নিন। ভালো থাকবেন সবাই খুব ভালো এবং টিউটোরিয়াল বিডি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments