Header Ads Widget

Responsive Advertisement

খুব সহজ পদ্ধতিতে ব্লগস্পটে যে কোন পোষ্ট স্টিকী করে রাখুন!!!



সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা জানি যে, যে পোষ্ট গুলো একেবারে ব্লগস্পটের প্রথম পেজের প্রথমে থাকে সে গুলোকে বলা হয় স্টিকি পোষ্ট।
আমরা যখন ব্লগস্পেটে পোষ্ট করি তখন দেখা যায় যে, আমরা যদি পরপর 4টি পোষ্ট করি তাহলে পর পর একটি করে প্রথমে আসে অর্থাৎ, সর্বশেষ করা পোষ্টটি প্রথমে আসে, এখন আমাদের মাঝে মাঝে এমন কিছু পোষ্ট আছে যে গুলোকে আমাদের প্রথমে রাখার দরকার হয়। তখন কি করতে হবে? হ্যা তখন যা করতে হবে তা হলঃ

প্রথমে আপনি পোষ্টটি করবেন।
তারপর এডিট পোষ্ট এ যাবেন।
পোষ্ট পাবলিশের তারিখের স্থানে ভবিষ্যতের কোন তারিখ সেট করে দিবেন।
পোষ্টটি আপডেট করে দিবেন।

ব্যস আপনার কাজ শেষ। এখন আপনি যে তারিখ সেট করেছেন, সেই তারিখ অতিক্রম না করা পর্যন্ত ঐ পোষ্ট টি আপনার স্টিকি হয়েই থাকবে।
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

2 Comments

  1. দারুন পোষ্ট। কাজে লাগবে।

    ReplyDelete
  2. সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    ReplyDelete