Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৮, আপনার ব্লগ থেকে পোষ্ট চুরি বন্ধ করুন মাত্র একটা কোডের মাধ্যমে।

কেমন আছেন সবাই? আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আপনারা সবাই ভালো ভাবে পোষ্ট চুরির বিষয় টা জানেন এবং এর দ্বারা সৃষ্ট বিপত্তির কথাও জানেন। আপনি অনেক কষ্ট করে একটা ভালো মানের পোষ্ট লিখলেন এবং দেখা গেল কিছুদিন পর আপনারই ঐ পোষ্ট অন্য লোক তার নিজের নামে চালাচ্ছে। তখন কি যে খারাপ লাগে তা বলে বোঝানো যাবে না। যদিও চুরি ঠেকানোর সিস্টেম আছে চুরি করারও তত সিস্টেম আছে তার পরও একটু চেষ্টা করতে বাধা কি। তাই আমি আজ আপনাদের সাথে একটা কোড শেয়ার করব যে কোডটা আপনার সাইটের থিমের header.php ফাইলে এর আগে বসিয়ে সেভ করুন:
[php]


[/php]
এখন থেকে আপনার সাইটে কেউ চাইলে কোন টেক্সট মাউস দিয়ে সিলেক্ট করতে পারবে কিন্তু মাউসের রাইট বাটন কাজ করবে না তাই কপিও করতে পারবে না।
ধন্যবাদ।



ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

Post a Comment

3 Comments

  1. সিহাব ভাই সিরিজ পোস্টগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete
  2. আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।

    ReplyDelete