ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৭, ওয়ার্ডপ্রেস সাইটে Admin Only কন্টেন্ট যোগ করুন প্লাগিন ছাড়া।

আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি তারা ভালো ভাবেই জানি যে, ওয়ার্ডপ্রেস সাইটে বা ওয়ার্ডপ্রেস ব্লগে কিছু কিছু সময় এমন কিছু কন্টেন্ট যোগ করার প্রয়োজন পড়ে যেগুলো শুধুমাত্র এডমিন দেখতে পাবে। নিন্তু সাধারণ ইউজার রা দেখতে পাবে না যেমন: ভিজিটর কাউন্টার। যদিও ভিজিটর কাউন্টার সাধারণ ইউজার রা দেখলে সমস্যা নাই তার পরও যে সকল সাইট নতুন সেখানে ভিজিটর কম থাকে আর এই কম ভিজিটরের কাউন্ট অন্য ইউজার রা দেখলে একটা নেগেটিভ ইফেক্ট আসতে পারে তাই প্রাথমিক ভাবে এটাকে সাধারণ ইউজার থেকে হাইহ করে রাখাই ভালো আর এই জন্য আমি আজ একটা কোড শেয়ার করব যেটা দিয়ে আপনি ভিজিটর কাউন্টার সহ অন্য যে কোন কন্টেন্ট এডমিন ছাড়া অন্য সকল সাধারণ ইউজার থেকে আড়াল করে রাখতে পারবেন। এখন চলুন দেখি কি ভাবে করবেন:

প্রথমে এখান থেকে কোড টা কপি করে নিয়ে আপনি যেখানে পার্সোনাল কন্টেন্ট যোগ করবেন সেখানে বসিয়ে সেভ করুন।
[php]

/* আপনার পার্সোনাল কন্টেন্ট এখানে বসিয়ে দিন।*/

[/php]
উপরের কোড এ যেখানে লেখা আছে 'আপনার পার্সোনাল কন্টেন্ট এখানে বসিয়ে দিন।' সেখানে আপনার পার্সোনাল কন্টেন্ট বসিয়ে সেভ করুন।

ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!