Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস কোডিং এর মেগা কালেকশন !! লুফে নিন এক্ষুনি !!

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাদের প্রতিনিয়তই প্রয়োজনীয় কোডিং দরকার পড়ে আর দরকার পড়ার সাথে সাথে যদি কোড গুলো পেয়ে যাই তাহলে কেমন হয়? আমি জানি অবশ্যই ভালো হয়। তাই আমি ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় সকল কোড গুলোকে সমণ্বয় করে একটা সিরিজ তৈরী করেছি যে সিরিজে অনেক কোড আছে এবং কিভাবে ব্যবহার করবেন সেগুলে সুন্দর করে বর্ণনা করা আছে। আপনাদের প্রয়োজনের ভিত্তিতে এই সিরিজটি আরো আপডেট করা হবে। তাই এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কোড গুলো সংগ্রহ করবেন এবং এখানে যে কোড নেই কিন্তু আপনার দরকার সেটা কমেন্ট এর মাধ্যমে জানালে আমি সংগ্রহ করে সিরিজ আপডেট করে দিব। এখন চলুন আমাদের ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর লিংক টা দেখে নিই:

ধারাবাহিক ওয়ার্ডপ্রেস কোডিং


এছাড়াও আপনি আইটি বাতায়ন ব্লগ এর সাইডবার হতেও সিরিজ টি একসেস করতে পারবেন।
ধন্যবাদ।

Post a Comment

0 Comments