Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২০, আপনার সাইটে মোট ব্যবহৃত ইমেজ সংখ্যা দেখান খুব সহজে!

আশাকরি ভালো আছেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি যোগ করে থাকি কিন্তু আমার মনে হয় ১ জন ব্যক্তিও খুজে পাওয়া যাবে না যে তার ব্লগে ব্যবহৃত ছবির সঠিক সংখ্যা বলতে পারবেন। তাই এই বিষয় নিয়ে আমার এবারের পোস্ট। এই পোস্ট ফলো করলে আপনি যো কোন সময় আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ছবির সঠিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function img_count(){
$query_img_args = array(
'post_type' => 'attachment',
'post_mime_type' =>array(
'jpg|jpeg|jpe' => 'image/jpeg',
'gif' => 'image/gif',
'png' => 'image/png',
),
'post_status' => 'inherit',
'posts_per_page' => -1,
);
$query_img = new WP_Query( $query_img_args );
echo $query_img->post_count;
}

এবার নিচের কোড টা আপনি যেখানে আপনার ছবির সংখ্যা দেখতে চান সেখানে যুক্ত করুন।
<?
img_count();
?>

সবাইকে অনেক ধন্যবাদ।


Post a Comment

0 Comments