Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৩, আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের সেলফ পিংব্যাক বন্ধ করুন কোডের মাধ্যমে !

আশাকরি সকলে অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর ধারাবাহিক পোষ্ট আজ আমি আপনাদের জন্য নতুন একটা কোড নিয়ে হাজির হয়েছি। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা সবাই কম-বেশি ট্র‌্যাকব্যাক / trackback এবং পিংব্যাক pingback এর সাথে পরিচিত। এবং সবাই ভালো করে জানেন যে, ট্র‌্যাকব্যাক এবং পিংব্যাক ব্লগ বা ওয়েবসাইটের জন্য ক্ষতির কোন কারণ না বরং ট্রাকব্যাক ও পিংব্যাক ব্লগের বা সাইটের জন্য উপকারী। তার পরও আমাদের মধ্যে কেউ কেউ নিজের সাইটের পিংব্যাক কে ( self pingback ) পছন্দ করেন না। তাই তারা এই কোডটি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস থিমের function.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।
[php]
/**
* Disable self pingbacks by itbatayan.com
*
*/
function evolution_no_self_ping( &$links ) {
$home = get_option( 'home' );
foreach ( $links as $l => $link )
if ( 0 === strpos( $link, $home ) )
unset($links[$l]);
}

add_action( 'pre_ping', 'evolution_no_self_ping' );
[/php]
তাহলে এখন থেকে আপনার নিজের ওয়ার্ডপ্রেস ব্লগের কোন পোষ্টের মধ্যে অন্য কোন পোষ্ট এর লিংক দিলেও কোন প্রকার পিংব্যাক আসবে না।

Post a Comment

0 Comments