ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১১, New Post এর টাইটেল বক্স থেকে Enter title here লেখাটি পরিবর্তন করে নিন একটি কোড দিয়ে।

ওয়ার্ডপ্রেস ব্লগে পোষ্ট করার সময় আমরা যখন নিউ পোষ্ট পেজ ওপেন করি তখন সেখানে টাইটেল এর বক্সে ডিফল্ট ভাবে এই লেখাটা থাকে- Enter title here. ঠিক এই রকম:



যদিও এটা কোন কাজে লাগে না তার পরও পরিপূর্ণ কাস্টমাইজেশনের জন্য এটা আপনার পরিবর্তন করা দর কার তাই আমি আজ আপনাদের সাথে একটি কোড শেয়ার করব যেটার মাধ্যমে আপনি এই Enter title here লেখাটি আপনার নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন।

এটা করার জন্য আপনি নিচের কোডটি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন।
function title_text_input( $title ){
return $title = 'এখানে পোস্টের শিরোনাম লিখুন..';
}
add_filter( 'enter_title_here', 'title_text_input' );

সেভ করা হয়ে গেলে আপনি এবার New post এ যেয়ে দেখুন Enter title here এর পরিবর্তে ‘এখানে পোষ্টের শিরোনাম লিখুন’দেখাচ্ছে ঠিক এই রকম:



উপরের কোড থেকে আপনি ‘এখানে পোস্টের শিরোনাম লিখুন’ এটা নিজের মত করে পরিবর্তন করে নিন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মত বিদায়। আল্লাহ হাফেজ।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!