Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১০, আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট গ্রাভাটার পরিবর্তন করবেন যে ভাবে।

ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার রেজিস্ট্রেশন করে তখন সিস্টেম থেকে বা গ্রাভাটার.কম থেকে একটা গ্রাভাটার সেট করা থাকে (যদি সেই ইউজার তার এই ইমেইল দিয়ে গ্রাভাটার.কম সাইটে রেজিস্ট্রেশন করে পরিবর্তন না করে) যেটা ডিসপ্লে হয় ঠিক এই রকম:



এখন আপনি যদি চেষ্টা করেন তাহলে এই ডিফল্ট গ্রাভাটার পরিবর্তন করে আপনার নিজের পছন্দ মত একটা ছবি সেট করতে পারবেন।

তার জন্য প্রথমে আপনাকে এই কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে সেভ করুন:
add_filter( 'avatar_defaults', 'custom_avatar' );
function custom_avatar($avatar_defaults){
$custom_avatar = get_stylesheet_directory_uri() . '/images/author-site.png';
$avatar_defaults[$custom_avatar] = "My Default Avatar";
return $avatar_defaults;
}

কোডের মধ্য থেকে আপনি আপনার পছন্দের ইমেজের লিংক পরিবর্তন করে নিবেন।

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Settings থেকে Discussion এ যান তাহলে একদম নিচে গ্রাভাটারের লিষ্ট দেখতে পাবেন যেখানে আপনার নতুন করে সেট করা গ্রাভাটার ও আছে ঠিক এমন:



এখন আপনি আপনার নতুন গ্রাভাটার সিলেক্ট করে সেভ করুন। তাহলে এখন থেকে কোন ইউজার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্ট্রেশন করলে যদি তার ইমেইল আইডি দিয়ে গ্রাভাটার.কম সাইটে কাস্টমাইজ না করা থাকে তাহলে ডিফল্ট ভাবে আপনার সেট করা ছবিটিই দেধাবে।

ধন্যবাদ।


Post a Comment

0 Comments