Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১২, পোষ্ট করার সময় কিছু কথা বার বার লিখতে হয়, সেই কথা গুলো এখন হবে অটোমেটিক!

আশাকরি সকলে ভালো আছেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোন পোষ্ট লিখি তখন পোষ্টের শেষে বা শুরুতে কিছু কথা বার বার লেখার প্রয়োজন পড়ে যেমন: “সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ” এই রকম আরো অনেক কিছু। যাই হোক যে কথা গুলো আপনাকে বার বার লিখতে হয় সেটি আপনি কিছু কোডের মাধ্যমে আপনার নিউ পোষ্ট এর টেক্স বক্সে অটোমেটিক লিখে নিতে পারবেন যেটি আপনি লিখলেও থাকবে না লিখলেও থাকবে। যদি এই লেখাটি আপনার প্রয়োজন না পড়ে তবে ডিলেট করে দিয়ে অন্য লেখা লিখে দিতে পারবেন। যেমন:



এর জন্য আপনি প্রথমে নিচের কোডটি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। সেভ করার পর এখন আপনি নিউ পোষ্ট ওপেন করে দেখুন আপনার সেট করা লেখাটি নিউ পোষ্ট এর কন্টেন্ট টেক্সট বক্সে ডিসপ্লে হচ্ছে।
add_filter( 'default_content' , 'my_default_content' );
function my_default_content( $post_content ) {

$post_content = 'আমার ব্লগে আপনাকে স্বাগতম, নতুন ব্লগ কন্টেন্ট লেখার আগে এই লেখাটি মুছে ফেলুন এবং নতুন করে আপনার লেখা শুরু করুন....';

return $post_content;
}

 

আপনি উপরের কোড হতে আমার লেখাটি রিপ্লেস করে আপনার নিজের লেখা সেভ করে নিন।


Post a Comment

0 Comments