বাংলাদেশের সকল সিমের কাস্টমার কেয়ারের ফোন নম্বর।

মোবাইল ব্যবহার করে না এমন লোক মনে হয় এই পৃথিবীতে কমই আছে। আবার এক এক জন মোবাইল ব্যবহার কারীর কাছে খুজলে কমপক্ষে ৫ টা কোম্পানীর সীম পাওয়া যাবে। যা হোক এটা বলা আমার উদ্দেশ্য না আামার উদ্দেশ্য হল  যে যতটি এবং যে কোম্পানীর সীম ব্যবহার করি না কেন কাস্টমার কেয়ারের প্রয়োজন হতেই পারে তাই সকল মোবাইল ব্যবহার কারীকে তার ব্যবহৃত সীমের কাস্টমার কেয়ারের নাম্বার মনে রাখাটা জরুরী। কিন্তু সব সময় মনে রাখা সম্ভব হয় না। এই জন্যই আমি আজ সকল মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ারের নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি কাজে লাগবে।

১. গ্রামীণফোন: 121

২. বাংলালিংক: 111 অথবা 01911304121

৩. রবি : 123

৪. এয়ারটেল: 786

৫. টেলিটক: 0155157750

৬. citycell: 01199121121

সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!