Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩১, ওয়ার্ডপ্রেস সাইটের Trash ফাইল এবার ডিলেট হবে অটোমেটিক।

অনেক সময় আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হতে অনেক অপ্রয়োজনীয় পোষ্ট, কমেন্ট ইত্যাদি ডিলেট করতে হয় যা ট্রাশ হিসেবে জমা থাকে এবং আমাদের সাইটকে স্লো করে দেয়। যা একটি বিরক্তিকর বিষয়। এখন আপনার সাইটকে স্মুথলি ভাবে রান বা ভিজিট করতে অনেক গুলো কাজ করার প্রয়োজন পড়ে যার মধ্যে অন্যতম একটি বিষয় হল এই ট্রাশ ফাইল ডিলেট করা। অনেকে অনেক ভাবে এই ট্রাশ ফাইল ডিলেট করে থাকে তবে আজ আমি আপনাদের একটা কোড দিব এবং কোডটির ব্যবহার দেখাবো যার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সকল ট্রাশ ফাইল একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক ভাবে ডিলেট করে দিতে পারবেন। মানে আপনাকে শুধু কোডটা বসাতে হবে আর এই কোড আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ট্রাশ ফাইলকে ডিলেট করে দিবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে এই কোড টা কপি করুন:
define('EMPTY_TRASH_DAYS', 5 );

এখন আপনার সাইটের সিপ্যানেলে প্রবেশ করে ইন্সটলকৃত ওয়ার্ডপ্রেস সাইটের ডাইরেক্টরি থেকে ''wp-config.php'' ফাইল টা খুজে তাকে এডিট মোডে ওপেন করুন এবং এর মধ্যে পেষ্ট করে সেভ করুন। ব্যস আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সকল ট্রাশ ফাইল 5 দিন পর পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে 5 এর জায়গায় 1,2,3,4, যে কোন সংখ্যা ব্যবহার করতে পারেন। যদি 2 ব্যবহার করেন তাহলে প্রতি দুই দিন পর পর আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ট্রাশ অটোমেটিক ডিলেট হয়ে যাবে।

ধন্যবাদ।

Post a Comment

0 Comments