ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৩, যে ভাবে ওয়ার্ডপ্রেস এর লগিন লোগো চেঞ্জ করবেন।

সবাই ভালো আছেন আশাকরি, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সাথে যে কোডটি শেয়ার করব সেটার সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডিফল্ট লোগো পরিবর্তন করতে পারবেন। ঠিক এই রকম:



এর জন্য আপনি প্রথমে নিচের কোড টি কপি করুন:
function custom_login_logo() {
echo '<style type="text/css">'.
'h1 a { background-image:url('.get_bloginfo( 'template_directory' ).'/images/author-site.png) !important; }'.
'</style>';
}
add_action( 'login_head', 'custom_login_logo' );

এখন কপি করা কোডটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। কোডে যে ইমেজ পাথ দেখানো হয়েছে ঠিক ‍সেই পাথে আপনার পছন্দের ইমেজটি আপলোড দিন। এবার আপনি আপনার সাইট থেকে লগ-আউট হয়ে লগিন পেজে গিয়ে দেখুন আপনার সাইটের ডিফল্ট লগিন লোগো পরিবর্তন হয়ে কাস্টম টি শো করছে।

ধন্যবাদ।


Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!