নিয়ে নিন আমাদের অতি পরিচিত Media Player এর কিছু শর্টকাট।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। বার্তমানে কম্পিউটার জগতে হাজার হাজার মিডিয়া প্লেয়ার আসায় ডিফল্ট মিডিয়া প্লেয়ারের কথা আমাদের মনে থাকে না। আবার কোন কোন ব্যক্তি আছেন যারা এই পুরাতন মিডিয়া প্লেয়ারের প্রেম ভুলতে পারেন না। তাই তাদের জন্য আজ শেয়ার করছি কিছু শর্টকাট। এগুলো আপনি হয়ত পূর্বে থেকে জানতে পারেন কিন্তু এমন ভাইও আছেন যিনি এ গুলো জানেন না। তার তাদের জন্য এগুলো দেয়া হল:

(এই শর্টকাট গুলো উইন্ডোজ এক্সপি তে চেক করা হয়েছে।)

CTRL+SHIFT+ G – play fast mood.

CTRL+P – play/pause

ALT+1 – 50 % zoom

ALT+2 – 100% zoom

ALT+3 – 200 % zoom

CTRL+SHIFT+ N normal speed play.

ALT+ENTER – video full mode

ALT+F – file menu

ALT+T -tools

ALT+V -view

ALT+P -play

CTRL+1 -fool mode

CTRL+2 -skin mode

CTRL+B – prev

CTRL+F -next

CTRL+E – cd/dvd eject

ALT+F4 – close

CTRL+T -repeat

CTRL+SHIFT+B – rewind

CTRL+SHIFT+F – fast forward

CTRL+SHIFT+S – slow speed playback

F8 – volume mute

F9 – volume low

F10 – volume high

এই পোষ্ট টি পূর্বে প্রকাশিত: পিসিহেল্পলাইনবিডি।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

http://itbatayan.com/internet/1613

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!