Header Ads Widget

Responsive Advertisement

যে ভাবে আপনার IDM এর অসম্পূর্ণ ডাউনলোড ফাইলগুলো দেখবেন।

আজ আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কিভাবে অসম্পূর্ণ ফাইল দেখতে হয় তা বলছি । প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ যান । তারপর সেখানে লিখুন %appdata% । এটি লেখার পর, যে নতুন উইন্ডো আসবে সেখানে IDM নামের একটি ফোল্ডার দেখতে পাবেন । এইবার সেটাতে ক্লিক করুন । তারপর DwnlData তে ক্লিক করুন । এইবার user এর নাম দেয়া একটি ফোল্ডার পাবেন । সেখানে ক্লিক করলেই আপনার সকল অসম্পূর্ণ ডাউনলোড ফাইল দেখা যাবে । দেখতে হিজিবিজি লাগলেও এগুলোই আপনার অসম্পূর্ণ ফাইল ।

Post a Comment

0 Comments