দেখে নিন কিভাবে নিজের নামে Search Engine বানাবেন।

যারা এই সার্চ ইঞ্জিন নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারা জানেন যে ব্যপারটা খুব সহজ না, একটা সার্চ ইঞ্জিন তৈরি করা একটু কঠিন ই বটে। বর্তমান যুগে নিজের একটা ওয়েবসাইট থাকা, পিসি থাকার মতই হয়ে গিয়েছে, প্রায় সবার ই কোনও না কোনও ওয়েবসাইট আছে। সেই সাইটে যদি আপনার নিজের একটা গুগলের কাস্টম সার্চ ইঞ্জিন লাগাতে পারেন কেমন লাগবে? গুগলের জিনিস যেহেতু, সেই সার্চ ইঞ্জিন অবশ্যই শক্তিশালী হবে, এর জন্য শুধু একটা জিমেইল আইডি থাকা লাগবে।

Step 01


প্রথমে এখানে যান।

Step 02


Create a custom search engine এ ক্লিক করুন।


Step 03


জিমেইল আইডি দিয়ে লগিন করুন।

Step 04


এবার নিচের ছবির মত ফর্ম আসবে, সব তথ্য দিন, আমি উদাহরণের জন্য দুইটা সাইট লিখেছি, আপনি আপনার সাইট এর নাম লিখবেন, তবে এখানে একটা ব্যপার মাথায় রাখবেন, সাইট এর ঠিকানা দিবেন এভাবে
*.bdcrack.com

স্টার সাইন দিবেন, এরপর ডট, এরপর আপনার সাইট ইউআরএল।

Step 05


এবার একটু কাস্টমাইজ করতে পারেন।

Step 06


এবার আপনি আপনার সার্চ ইঞ্জিনের কোড পেয়ে যাবেন, ব্যবহার করুন, আবার সাজাতেও পারবেন।

Control Panel ও Basic sub menu তে গিয়ে আপনি আরও ভালো কিছু করতে পারবেন যা দেখলেই পারবেন।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!