যেভাবে আপনি ব্লগিং শুরু করবেন এবং সফল হবেন।

ব্লগিং এর মাধ্যমে আয় করতে চাইলে যে বিষয় গুলো আপনাকে খেয়াল রাখতে হবে।



  • যে কোন একটি বিষয় উপর  ব্লগিং শুরু করতে পারেন। আপনি যে বিষয়টা ভালো জানেন সেই বিষয় টা নিয়ে লেখা শুরু করতে পারেন।

  • আপনার একটি ওয়েব সাইট থাকতে হবে। অথবা আপনি ফ্রি কোন ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন। যেসম ব্লগার, ওয়াড প্রেস, ওয়েবলি ইত্যাদি ।

  • আপনি যে বিষয় টি নিয়ে লিখবেন তা অবশ্যই এর আগে থেকে কেউ লেখে তাই আগের লেখা গুলো পড়ে নিবেন এবং অবশ্যই আগের লেখা থেকে আপনার লেখা ভালো মানের হতে হবে।

  • লেখার সাথে উদাহরন, সঙ্গা, যথার্থ সহযোগি লিং, ভিডিও, ছবি ইত্যাদির ব্যাবহার করতে হবে।


একটি ওয়েবসােইট বা ব্লগ প্রতিষ্টিত করতে চাইলে যো আপনাকে অব্যই জানতে হবে।



  1. এসিইও সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

  2. HTML সম্বর্ন্ধে ভালো জ্ঞান থাকা দরকার।

  3. ভিডিও ও ছবির উৎস জানা থাকতে হবে।

  4. ভালো মানের কন্টেন্ট হতে হবে।

  5. নিজের ওয়েবসাইট বা ব্লগ এর জনপ্রিয়তা বাড়াবেন তা জানতে হবে।

  6. কন্টেন্ট মার্কেন্টিং সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যক।

  7. ইনফোপ্রাফি কি এবং  এর ব্যাবহার।


এসিইও কি?


এসিইও ফুল মানে হল । সার্চ  ইজ্ঞিন অপটিমাইজেশন। আপনার ব্লগ বা ওয়েবসাইটকে কোন সার্চ ইজ্ঞিনের রেজাল্টে নিয়ে আসতে চাইলে আপনাকে অবশ্যই এসিইও করতে হবে। সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েব ভিডিও বা অন্য কোন মাধ্যমে শিখে নিতে পারেন।

দুইধরনের এসিইও কাজ করতে হয়।



  1. অফপেজ ইসিইও

  2. অনপেজ ইসিইও


আমি আপনাদের একটি কথা বার বার বলতে চাই আপনি ব্লগিং করতে চাইলে যে কোন  একটি বিষয়ের উপর  নিয়ে শুরু করবেন। আপনি বিভিন্ন বিষয় নিয়ে শুরু করলে ঠিক কোন বিষয়ে ভালো করতে পারবেন না।

আপনি ভালো করে  ব্লগিং শুরু করলে 5 হতে 6 মাসের মধ্যে ভালো আয়করতে পারবেন। এখন আপনি হয়তো ভাবছেন কি ভাবে আয় করবেন। আপনার ব্লগ বা ওয়েবসাইট একটি নিদিষ্ট সময় পর গুগুল এডসন্স বা আর অনেক বিজ্ঞাপনি কম্পানি আছে যাদের মাধ্যমে আপনি আপনার ব্লগ এ এড দিয়ে আয় করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন আপনার ভালো আয় তখনি হবে যখন প্রতিদিন আপনার ব্লগ বা ওয়েবসাইট 2000 হতে 3000 ভিজিটর আসবে। তাই আয় করতে চাইলে কাজ শিখে নামতে হবে।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!