বিটকয়েন সম্পর্কে কিছু তথ্য হয়ত আপনি জানেন না।

টেক দুনিয়ার খোঁজ খবর যারা রাখেন তাদের মধ্যে অনেকেই বিটকয়েন সম্পর্কে জানে। সাতোশি নাকামোতো ২০০৮ সালে এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।

বর্তমানে বিটকয়েন বেশ জনপ্রিয়, এবং এর চাহিদাও বাড়ছে। বৈধ অবৈধ দুইভাবেই বিটকয়েনের ব্যবহার হচ্ছে। তবে বিটকয়েন নিয়ে অনেক তথ্যই রয়েছে যা অনেকেরই হত অজানা।

১. বাংলাদেশ, ভিয়েতনাম, বলিভিয়া, কিরগিজস্তান, আইসল্যান্ড, ইকুয়েডর ও থাইল্যান্ডে বিটকয়েন অবৈধ।

২. ২০১৩ সালে নাকোভা নামের এক ব্যক্তি জুয়া খেলে প্রায় ১.৩ মিলিয়ন ডলার মূল্যের ১১০০০ বিটকয়েন জিতেছিল, আজকের দিনে যার মূল্য প্রায় ৪৭মিলিয়ন ডলারেরও বেশী।

৩. ২০১৭ সালে বিটকয়েন প্রায় ১৬২% বৃদ্ধি পেয়েছে।

৪. বিটকয়েন নেটওয়ার্ক প্রায় ৫০০টি সুপারকম্পিউটারের চেয়েও বেশি শক্তিশালী।

৫. কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েনের প্রথম এটিএম মেশিন চালু হয়েছে।

রজার ভেয়ার (52 মিলিয়ন বিটকয়েনস),
চার্লি শর্ম (45 মিলিয়ন বিটকয়েন) এবং
ডেভ কার্লসন (35 মিলিয়ন বিটকয়েন)
তারা বিটকয়েন মিলিওনারদের কয়েকজন।

৭. আপনি Blockchain খেলা খেলতে অতিরিক্ত বিটকয়েন উপার্জন করতে পারবেন।

৮. ইউনিভার্সিটি অব নিকোসিয়া, সাইপ্রাস, প্রথম বিশ্ববিদ্যালয় ছিল, যা একাডেমিক ফিসের জন্য পেমেন্ট করার জন্য বিটকয়েনকে গ্রহণ করত।

৯. প্রায় ২১ মিলিয়ন বিটকয়েনের লিমিট ২১৪০ সালের মধ্যে মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১০. ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিটকয়েনের মূল্য ৮৭৯৯৯৯ গুণ বেড়েছে।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে এবং লেখক: Muhammad Easin Islam

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!