Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৯, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে ব্রাউজার আপডেট নোটিশ হাইড করে নিন।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনিবার্য কারণ বশত যদি আমাদের ওয়েব ব্রাউজার আপডেটেড না থাকে তা হলে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ডে ঢুকি তখন তখন এই রকম একটা মেসেজ দেখায় যেখানে লেখা থাকে আপনার ব্রাউজার আউট ডেটেড:



আপনি যদি ইচ্ছা করেন, তাহলে এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ গিয়ে সেখানে আর এই বিরক্তিকর মেসেজ দেখতে হবে না। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।
2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।
3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।
4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function disable_browser_upgrade_warning() {
remove_meta_box( 'dashboard_browser_nag', 'dashboard', 'normal' );
}
add_action( 'wp_dashboard_setup', 'disable_browser_upgrade_warning' );

আর আপনাকে আপনার ব্রাউজারের আপডেট করতে বলা হবে না।
সবাইকে অনেক ধন্যবাদ।


Post a Comment

0 Comments