মাল্টিমিডিয়া কীবোর্ড ব্যবহার কারীরা একটু এখানে দেখুন।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। বর্তমানে কম্পিউটারের ব্যবহার এত পরিমাণে বেড়েছে যে সব কাজ এখন কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে। আর গান বাজনার কথা না হয় নাই বললাম। সিডি/ডিভিডি প্লেয়ার তো এখন বিক্রি হয় বলে মনে হয় না। কারণ তাদের অভাব পূরণ করছে আমাদের প্রিয় কম্পিউটার টি। তাই বর্তমানে আমরা প্রায় সবাই মাল্টিমিডিয়া কি-বোর্ড ব্যবহার করি, যার ফলে আমাদের কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই মিডিয়াগুলো ফাইল গুলি চালাতে পারি। প্রায় সব মাল্টিমিডিয়া কি-বোর্ডই প্লাগ এন্ড প্লে সাপোর্ট করে বিধায় খুব সহজেই কানেকশন দেওয়া যায়।ছোট্ট একটা সফটওয়ারের  মাধ্যমে আপনি মাল্টিমিডিয়া কি-বোর্ডের কোন বাটনে প্রেস করছেন তা আপনার মনিটরে দেখতে পারবেন। ঠিক এই রকম:



ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!