Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৮, ওয়ার্ডপ্রেস সিপ্যানেল থেকে ট্রাশ ফাইল অটোমেটিক ডিলেট করবেন যে ভাবে।

আমরা প্রতিনিয়ত আমাদের সিপ্যানেল থেকে বা ওয়ার্ডপ্রেস ফাইল থেকে বিভিন্ন ধরনের জিনিষ ডিলেট করে দেই । তাই না ? হ্যা তাই । কিন্তু আপনি কি জানেন যে আমাদের ডিলেট করা ফাইল সাথে সাথে ডিলেট হয়ে যায়না । আমাদের কম্পিউটার থেকে কোন ফাইল ডিলেট করে দিলে যেমন প্রথমে রিসাইকেল বিনে যায় তেমনি সিপ্যানেল থেকে কোন কিছু ডিলেট করে দিলে তা সেখান থেকে ট্রাশ ফোল্ডারে চলে যায়। এবং সেখান থেকে ম্যানুয়ালি তা ডিলেট করতে হয়। আর আপনি যদি চান তাহলে আপনার ট্রাশ ফোল্ডার থেকে বিভিন্ন ফাইল ডিলেট হয়ে যাবে অটোমেটিক তাও আবার আপনি যে কয় দিন পরে ডিলেট করতে চান ঠিক সেই কয় দিন পরে । কি ? দারুন না ? হ্যা। আর এই কাজের জন্য আমাদের ব্যবহার করতে হবে খুব ছোট একটা ট্রিক ও কিছু কোড। আসুন তাহলে আমরা দেখি কি ভাবে আমরা এটা করতে পারি। প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন। এবার আপনার যে ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা আছে, সেটা ওপেন করে wp-config.php ফাইল টি খুজে বের করুন। খুজে পেলে এটা এডিট মোডে ওপেন করুন। এখন নিচে থেকে এই কোড টা কপি করে নিন:
define('EMPTY_TRASH_DAYS', 5 );

এখন কপি করা কোড টুকু আপনার wp-config.php এর মধ্যে পেষ্ট করে সেভ করুন। মনে রাখবেন যে, উপরের কোডে যেখানে 5 দেয়া আছে সেটা আপনার ট্রাশ ফাইল কতদিন পরে ডিলেট হবে সেটা নির্দেশ করে। এটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন।


Post a Comment

0 Comments