Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২৭, ওয়ার্ডপ্রেস থিমে মেনু সাপোর্ট না করলে যে ভাবে সাপোর্ট করাবেন।

আমরা আমাদের ব্লগিং এর জন্য যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি সেটা একদম ফ্রি তাই না? হ্যা তাই শুধু আমি কেন পৃথিবীর সবাই এ কথা জানে কিন্তু মূল বিত্তি টা এখানে না। মূল সমস্যা টা হল থিম ব্যবহারের সময় ঘটে। কেননা আপনি চাইলেই আপনার পছন্দের থিম ব্যবহার করতে পারবেন না। কারণ পৃথিবীর সব পছন্দনীয় ওয়ার্ডপ্রেস থিম হল প্রিমিয়াম সহজ কথায় টাকা দিয়ে কিনে তার পর ব্যবহার করতে হয়। আবার কিছু কিছু কোম্পানী তাদের নিজেদের স্বার্থে আমাদের জন্য নানান রকম থিম ফ্রি সরবরাহ করে থাকে। কথায় আছে যে, ফ্রি বা সস্তার নানান অবস্থা তাই এই ফ্রি থিমে যে কি রকম সমস্যা তা বলে বোঝানো যাবে না। সকল সমস্যার মধ্যে একটা মূল সমস্যা হল: কিছু ফ্রি থিমে মেনু সাপোর্ট করে না। এখন উপায় হ্যা এমন সময় কোন উপায় না পেয়ে বাধ্যতামূলক ভাবে সেই থিম কে বিদায় জানানো ছাড়া আর কোন উপায় থাকে না। কিন্তু আপনি যদি একটু কষ্ট করেন তাহলে খুব সহজে সেই থিমে মেনু সাপোর্ট করাতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে। তা হল:
১. আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড থেকে থিমটি সিলেক্ট করে এক্টিভ করুন।
২. এবার এডিট মেনুতে ক্লিক করে functions.php সিলেক্ট করুন।
৩. নিচে থেকে এই কোড গুলো আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।
function register_my_menus() {
register_nav_menus(
array( 'header-menu' => __( 'Header Menu' ) )
);
}
add_action( 'init', 'register_my_menus' );

৪. এবার আপনার মেনুটি যেখানে দেখাতে চান সেই ফাইলটি ওপেন করুন (সাধারণত header.php এর শেষে)
৫. নিচে থেকে কোড গুলো কপি করে আপনার নির্ধারিত স্থানে পেষ্ট করে সেভ করুন।
<?php wp_nav_menu( array( 'theme_location' => 'header-menu' ) ); ?>

সব কিছু ঠিক থাকলে এবার থেকে আপনার থিমটি তে মেনু সাপোর্ট করবে।


Post a Comment

0 Comments