Posts

Showing posts from April, 2021

ডাটা খরচ ছাড়াই এক ক্লাউড স্টোরেজ থেকে অন্য ক্লাউড স্টোরেজে ফাইল ট্রান্সফার করুন খুব সহজে !!

Image
বিসমিল্লাহির রহমানির রহিম। পোষ্টের টাইটেল দেখে হয়ত সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজকের পোষ্টে কি দেখাতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটা ক্লাউড স্টোরেজ থেকে অন্য ক্লাউড স্টোরেজে যে কোন সাইজের ফাইল ট্রান্সফার করতে পারবেন কোন প্রকার ডাটা খরচ ছাড়াই। অনেক সময় আমাদের গুগল ড্রাইভ থেকে ফাইল ড্রপবক্স, ড্রপবক্স থেকে ফাইল গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে এফটিপি (ওয়েব হোস্ট), এফটিপি (ওয়েব হোস্ট) থেকে গুগল ড্রাইভ এমন বিভিন্ন প্রকারের ক্লাউডে ফাইল ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তখন আমাদের সাধারণ ভাবে ফাইলটি ডাউনলোড করে কম্পিউটারে নিয়ে আবার আপলোড করতে হয়। তাই আজ আমি দেখাবো কিভাবে ডাউনলোড/ডাটা খরচ ছাড়াই আমরা এক ক্লাউড থেকে অন্য ক্লাউডে ফাইল ট্রান্সফার করতে পারি খুব সহজেই। ১। প্রথমে এই ওয়েব সাইটে যান। ২। এখান থেকে নিচের ছবির মত Signup For Free বাটনে ক্লিক করুন। [caption id="attachment_3003" align="aligncenter" width="640"] itbatayan[/caption] ৩। Signup For Free বাটনে ক্লিক করার পর যে পেজ টা ওপেন হবে সেটা নিচের ছবির মত সকল তথ্য দিয়ে পূরণ করে নিয়ে Creat