Posts

Showing posts from February, 2021

সহজ ভাষায় শিখুন HTML- ১ম পর্ব (ভূমিকা)।

প্রিয় বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিবেন। বর্তমান সময়ে আমরা অনেক বেশি অনলাইন তথা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের উপর নির্ভর হয়ে পড়ছি। তাই ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। আশাকরা যায় বর্তমান সময় থেকে যতই দিন অতিবাহিত হবে ততই এই ওয়েবসাইট এর চাহিদা ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। অনেকে এর মধ্যেই এই ওয়েবসাইট, ইন্টারনেট রিলেটেড কাজের মাধ্যমে আয় করছেন এবং অনেকেই এই মাধ্যমে আয়ের কথা ভাবছেন (আমিও ভাবি)। ওয়েবসাইট এর মাধ্যমে বিভিন্ন ‍উপায়ে আয় করা যায় তার মধ্যে একটি হল- ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইনের জন্য মূল যে জিনিষটা ধরা হয় সেটা হল HTML .  এইচটিএমএল হল একটা বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপর আপনি যে কোন ল্যাঙ্গুয়েজ এ্যাপ্লাই করে ওয়েব সাইটকে আরো আকর্ষনীয় ও ডাইনামিক করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইনার হতেচান বা ওয়েব ডেভেলপার বা তার চেয়েও বেশী কিছু হতে চাইলেও প্রথমে আপনাকে HTML সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এইচটিএমএল এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language, এটা কোন পরিপূর্ণ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ। আমরা যখন কোন ওয়েবসাইটে ভিজিট করি তখন বিভিন্ন প্রকার লে-আউট বিশিষ্ট ডিজা