Posts

Showing posts from September, 2020

যে কারণে বাংলা ব্লগে আপনি এডসেন্স পাচ্ছেন না বা পাবেন না।

আমরা বাংলা ভাষা ভাষী মানুষ তাই স্বভাবতই বাংলা ভায়ায় ব্লগিং করা আমাদের কাছে অনেক সহজ ব্যাপার। বাংলা ভাষাতে আমরা সহজেই মনের ভাব প্রকাশ করে অন্যকে সেটা বোঝাতে পারি। তাই আমরা যারা বাঙ্গালী তারা চাই বাংলাতেই ব্লগিং করতে। অবশ্য বর্তমানে অনেক বাঙ্গালী ইংরেজী ভাষাতেও ব্লগিং করে প্রচুর অর্থ কামাচ্ছে, তাদের বিষয় আমি বলতে চাচ্ছি না। যাইহোক অধিকাংশ বাংলা ভাষা ভাষী ব্লগার বাংলাতে ব্লগিং করছেন এবং এডসেন্স পেয়ে ইনকামও করছেন। সমস্যা হচ্ছে অধিকাংশ বাংলা ব্লগ গুগল এডসেন্স পাচ্ছেন না। এই এডসেন্স না পাওয়ার অনেক গুলো কারণ আছে সেখান থেকে আমি আজ আপনাদের সাথে কিছু অধিক গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করি কেন আপনি বাংলা ব্লগে গুগল এডসেন্স পাচ্ছেন না: ১। আপনার ব্লগে যথেষ্ট পরিমাণ আর্টিকেল নেইঃ আমরা অনেকেই ব্লগ তৈরী করে ২/৪ টা পোষ্ট করে এডসেন্স এর জন্য আবেদন করি এর ফলে যেটা হবার তাই হয়, এডসেন্স এপ্রুভ হয় না। মনে রাখবেন এডসেন্স পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণ আর্টিকেল লিখতে হবে। মোট কথা ভিজিটর আপনার ব্লগে আসবে আর্টিকেল পড়তে তাই আপনার ব্লগে যথেষ্ট পরিমাণে আর্টিকেল থাকতে হবে। ২। হতে পারে আপনার ব্লগ

ফটোশপে এক ক্লিকে সাজিয়ে নিন যত খুশি তত কপি ছবি !!

Image
যে কোন ধরনের ছবি তৈরী করার জন্য ফটোশপ তথা এডোবি ফটোশপ একটি বিশেষ প্রয়োজনীয় সফটওয়ার যেটা আমরা সবাই জানি। একটা ছবিতে যত রকমের এডিটিং দরকার হয় তার প্রায় সবই হয় এই এডোবি ফটোশপে। তবে এই এডোবি ফটোশপে কাজ করতে গেলে একজন ব্যবহারকারীকে মোটামুটি লেভেলের কাজ জানতে হয়। আর যদি একটু মাথা খাটানো যায় তাহলে এই ফটোশপে কাজ করা আরও সহজ হয়ে যায়। যারা বিগিনার লেভেলে আছেন আজ আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যার মাধ্যমে যাদের প্রতিনিয়ত অনেক ছবি প্রিন্ট দিতে হয় তাদের কাজ একটু হলেও সহজ হয়ে যাবে। আর সেটি হল: এক ক্লিকে যত ইচ্ছা ছবি (বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবি) সাজিয়ে নিতে পারবেন প্রিন্ট করার জন্য। আর আমরা এই কাজটি করব ফটোশপ একশনের মাধ্যমে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে কাজটি করতে হবে: ১। প্রথমে ফটোশপে যে কোন একটি পাসপোর্ট সাইজের ছবি ওপেন করুন ঠিক এই রকম: ২। এরপর একশন বারের একদম বাম কোনায় থাকা ডাবল এরোতে ক্লিক করে New Set ক্লিক করুন এবং এখানে যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে নিচের ছবির মত সেট এর নাম দিয়ে ওকে ক্লিক করুন: ৩। এবার ফাইল মেনু থেকে একটা নতুন A4 সাইজের পেজ ওপেন করে ছবিটা “মুভ টুল‘ দিয়ে ঐ A4 সাইজের পেজে