ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৫, ওয়ার্ডপ্রেস ব্লগ এর অটোমেটিক আপডেট বন্ধ করুন কোন প্রকার প্লাগিন ছাড়া।

ওয়ার্ডপ্রেস সব সময় আপডেট রাখা আমাদের জন্য ভালো কারণ, নতুন নতুন আপডেট এর সাথে সিকিউরিটি যেমন শক্ত হয় তেমনি অনেক অপশনের ডেভেলপ করে ওয়ার্ডপ্রেস টীম পারফরম্যান্স বৃদ্ধি করে। তাই আমাদের উচিত ওয়ার্ডপ্রেস কে সব সময় আপডেট রাখা। আর এজন্য ওয়ার্ডপ্রেস এ অটোমেটিক আপডেট সিস্টেম আছে। কিন্তু কোন কোন সময় আমাদের ওয়ার্ডপ্রেস অটোমেটিক আপডেট বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। এর কারণ বিভিন্ন হতে পারে যেমন আপনি কোন একটা কাস্টমাইজ করেছেন যেটা শুধুমাত্র বর্তমান ভার্সনেই কাজ করবে কিন্তু যদি অটোমেটিক আপডেট হয়ে যায় তাহলে সেটা আর কাজ করবে না। এমন অনেক কারণে আমাদের ওয়ার্ডপ্রেস অটোমেটিক আপডেট বন্ধ রাখার প্রয়োজন হতে পারে আর এ জন্য আপনি প্রথমে নিচের কোড টুকু কপি করুন:
[php]
define('WP_AUTO_UPDATE_CORE', false);
[/php]
এখন কপি করা কোড আপনার ওয়ার্ডপ্রেস এর wp-config.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। ব্যাস এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস আর অটোমেটিক আপডেট হবে না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।


Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!