ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৩৬, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড হতে 'থিম এডিটর' হাইড করবেন যে ভাবে।

আমরা সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ এর ড্যাশবোর্ড হতে 'Appearance>Editor' এই লোকেশনে যেয়ে থিমে কাস্টমাইজেশনের কাজ করি। আবার কেউ কেউ সিপ্যানেল থেকে সরাসরি থিমে কাজ করে। মোট কথা যার যেমন ভালো লাগে সে তেমন ভাবে থিমে কাজ করে। তবে সরাসরি ড্যাশবোর্ড হতে 'Appearance>Editor' এই লোকেশনে যেয়ে কাজ করা একটু রিস্ক আছে মানে অনেক সতর্ক থাকা লাগে বিশেষ করে functions.php ফাইলে কাজ করার সময়। তাই আপনি যদি চান আমি এই ড্যাশবোর্ড হতে রিস্ক নিয়ে কাজ করব না। তাহলে আপনি আপনার ড্যাশবোর্ড হতে এই 'Appearance>Editor' লোকেশন টি হাইড করে রাখতে পারবেন। তার জন্য আপনাকে এই ছোট্ট কোড টুকু আপনার থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করতে হবে:
[php]// Disable the theme / plugin text editor in Admin
define('DISALLOW_FILE_EDIT', true);[/php]
এখন চেক করে দেখুন আপনার ড্যাশবোর্ড হতে 'Appearance>Editor' এই লোকেশন টি খুজে পাবেন না। 'Appearance>Editor' এই লোকেশন টি ফিরিয়ে আনার জন্য আপনাকে অবশ্যই সিপ্যানেল থেকে functions.php ফাইল এডিট মোডে খুলে কোড টুকু বাদ দিয়ে সেভ করতে হবে। তাহলে আবার 'Appearance>Editor' লোকেশন টি দেখতে পাবেন।

ওয়ার্ডপ্রেস কোডিং সিরিজ এর সকল পোষ্ট এখানে।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!