ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৮, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হতে Howdy লেখা পরিবর্তন করুন প্লাগিন ছাড়া।

আমরা জানি যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে Howdy লিখে ইউজারের নাম লেখা থাকে ঠিক এই রকম:



যেটা একটা কমন বিষয় তাই আপনার মনে হতে পারে এই Howdy লেখাটা নিজের মতে করে পরিবর্তন করে নেবার জন্য। আর সেই জন্য আমি আজ আপনাদের সাথে একটা কোড শেয়ার করব যে কোডটার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এই Howdy লেখাটাকে খুব সহজে নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
নিচের দেওয়া কোড টা আপনি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের ফাইলে এড করে সেভ করুন:
function replace_howdy( $wp_admin_bar ) {
$my_account=$wp_admin_bar->get_node('my-account');
$newtitle = str_replace( 'Howdy,', 'Welcome,', $my_account->title );
$wp_admin_bar->add_node( array(
'id' => 'my-account',
'title' => $newtitle,
) );
}
add_filter( 'admin_bar_menu', 'replace_howdy',25 );

এখন আপনার ড্যাশবোর্ডে দেখুন Howdy এর পরিবর্তে  Welcome লেখা দেখাচ্ছে।



আপনি চাইলে লেখাটাকে আপনার ইচ্ছা মত যে কোন একটা দিতে পারবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবা্দ।


Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!