দেখে নিন ওয়ার্ডপ্রেস এর সকল সেটিং একসাথে কিভাবে পাবেন।

আমাদের যাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা ব্লগ আছে। তারা অবশ্যই জানি যে, আমরা যখন ওয়ার্ডপ্রেস এর সেটিংস করি তখন প্রথমে সেটিংস এ গিয়ে আলাদা আলাদা ভাবে বিভিন্ন পেজ ওপেন করতে হয় এবং সেটিং সেভ করতে হয়্। কিন্তু যদি এমন হয়, যে, আপনার ওয়ার্ডপ্রেস এর সকল সেটিংস একটি মাত্র পেজ এ থাকবে এবং সেখান থেকে ইচ্ছা মত সেটিংস ঠিক করে একবার মাত্র সেভ করতে হবে। তাহলে কেমন হয়? আমার মনে হয় খুব ভালো হয় তাই না? হ্যা তাই। এজন্য আপনাকে যা করতে হবে তা হল:
প্রথমে আপনার নিজস্ব ব্লগে লগিন করা থাকতে হবে বা লগিন করতে হবে। এবার ব্রাউজারে অন্য একটি ট্যাব খুলে তাতে ঠিক এভাবে লিখুন:

http://আপনারডোমেইন.com/wp-admin/options.php

এখন এন্টার চাপুন এবং দেখুন যে, আপনার প্রয়োজনীয় সকল সেটিংস একই পেজে আপনার সামনে হাজির। এখান থেকে আপনার ইচ্ছা মত সেটিংস করে সেভ করুন। এখানে আরো অনেক অনেক সেটিংস পাবেন যা সাধারণ ভাবে সেটিংস মেনুতে নেই। তাই ভালো না বুঝলে সেগুলে টাচ করবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!