Header Ads Widget

Responsive Advertisement

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-১৫, ইউজার লগিন করার পর হোমপেজ এ রিডাইরেক্ট করাবেন যে ভাবে।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার লগিন করে তখন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে তাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়। সেখান থেকে আবার তাকে হোম পেজ এ আসতে হয়। এটা একটা বিরক্তিকর বিষয়। আপনি চাইলে আপনার সাইটে যখন কোন ইউজার লগিন করবে তখন তাকে হোমপেজ এ রিডাইরেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে নিচের কোড টি কপি করতে হবে:
/* redirect users to front page after login */    
function redirect_to_front_page() {
global $redirect_to;
if (!isset($_GET['redirect_to'])) {
$redirect_to = get_option('siteurl');
}
}
add_action('login_form', 'redirect_to_front_page');

এখন কপি করা কোড আপনার ওয়ার্ডপ্রেস সাইটের থিমের functions.php ফাইলে পেষ্ট করে সেভ করুন। আপনার কাজ শেষ আর কিছুই করতে হবে না। এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোন ইউজার লগিন করবে তখন ওয়ার্ডপ্রেস নিজেই তাকে ড্যাশবোর্ড এর পরিবর্তে হোমপেজ এ নিয়ে যাবে।

Post a Comment

0 Comments