ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-৪, ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড হতে ডিফল্ট ফুটার টেক্সট পরিবর্তন করবেন যে ভাবে।

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডের একেবারে নিচে ডিফল্ট একটা টেক্সট থাকে এই রকম-

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ডিফল্ট টেক্সট পরিবর্তন করে নিজের ইচ্ছা মত টেক্সট যোগ করবেন।
এর জন্য প্রথমে আপনি নিচের কোড টুকু কপি করুন-
function remove_footer_admin () {
echo 'Thank You For Visiting This Site.';
}
add_filter('admin_footer_text', 'remove_footer_admin');

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে ঢুকে Appearance থেকে Editor এ যান। সেখান থেকে থিমের ফাংশন ফাইলের মধ্যে সকল কোডের শেষে ?> এর আগে পেষ্ট করুন। এখন আপনার ড্যাশবোর্ডের নিচে দেখুন এই লেখাটি দেখাচ্ছে- Thank You For Visiting This Site. আপনি চাইলে Thank You For Visiting This Site. লেখাটি পরিবর্তন করতে পারবেন।
ধন্যবাদ।


Comments

Popular posts from this blog

জেনে নিন মোবাইল ফোন এর অপারেটিং সিস্টেম এর ইতিহাস।

জেনে নিন পারফিউম আবিষ্কারের ইতিহাস!!

ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন পর্ব-২, ওয়ার্ডপ্রেস এর 404 পেজ কে হোমপেজ এ রিডাইরেক্ট করুন সহজে!