Posts

Showing posts from December, 2001

ডাউনলোড করে নিন অসাধারন একটি নিরাপদ ব্রাউজার এবং সাথে থাকছে পার ইনভাইটে 5$

Image
[ad_1] আস্সালামালাইকুম।সবাই কেমন আছেন?? নিশ্চয় অনেক অনেক ভালো!!আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি।দীর্ঘ লম্বা সময়/১১ মাস পর আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আঙ্গিকে।তো বেশি কথা না বলে চলুন প্রেক্ষাপটে যাওয়া যাক। হেডলাইন দেখে কি বিব্রত হয়ে গেলেন??হ্যাঁ বিব্রত হওয়ার ই কথা।কিন্তু যদি বিব্রত হওয়াটা যদি সত্যিকার রুপ নেয়,তাহলে নিশ্চয় মন্দ হবে না!! আজকে আপনাদের সাথে যেই ব্রাউজার নিয়ে আলোচনা করব তার নাম হল Brave ব্রাউজার।অনেকেই হয়তো ব্রাউজার টি সম্পর্কে জানেন,কিন্ত জানার সংখ্যা হবে হাতে গুনা কয়েকজন মাত্র।আমাদের মধ্যে মাত্র কয়েকজনের জানাশুনা থাকলেও প্লে-স্টোরে ব্রাউজার টি রীতিমতো প্রভাব বিস্তার করে ফেলেছে।ইতিমধ্যে ব্রাউজার টি ১০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গিয়েছে এবং 4.3 রেটিং অর্জন করে ফেলেছে।নিচ থেকে স্ক্রিনশটে ডাউনলোড সংখ্যা এবং রেটিং দেখে নিন। হ্যাঁ ব্রাউজার টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে দুটি অংশে বিভক্ত করে আলোচনা করব।প্রথম অংশটি থাকবে যারা শুধু ব্রাউজার টি ব্যবহার করতে চান কিন্ত আর্নিং করতে চান না,শুধু তাদের জন্য।আর দ্বিতীয় অংশটি থাকবে যারা ব্রাউজার টি ব্যবহার করতে চান এবং সাথে আর

মসজিদে প্রবেশ করলেই অটো সাইলেন্ট হবে আপনার মোবাইল ফোন আবার বের হলে আন সাইলেন্ট হয়ে যাবে

Image
[ad_1] আসসালামু আলাইকুম সকল বন্ধুকে জানাই। আজ একটি অ্যাপ নিতে হাজির হলাম যার মাধ্যমে আপনি মসজিদে প্রবেশ করলেই আপনার মোবাইল ফোন সাইলেন্ট হয়ে যাবে আবার বের হলে আন লাইলেন্ট হবে তো চলুন দেখে নেই কিভাবে করবেন.. এখানে ক্লিক করে   অ্যাপ  টি ডাওনলোড করুন ওপেন করলে এরোকম ইন্টারফেস পাবেন, খেয়াল করুন লেখা আসে From সেখানে আপনাকে দিতে হবে কক্ষন আপনার ফোনটি সাইলেন্ট রাখবেন আর লেখা আছে To তার মানে কক্ষন আন সাইলেন্ট করবেন বুজলেন তোও। এখন সেট সালাহ টাইমিং এ ক্লিক করে দিন । দেখতে পাচ্ছেন টিক চিন্ন না থাকলে টিক দিয়ে দিবেন। এখন যেবাবে বলছিলাম প্রথমে From এ যখন সাইলেন্ট করতে চান আর To তে যখন আন সাইলেন্ট করতে চান এবাবে সেট করে দিবেন। টাইম আমি আমার টায় ৮:১৩ দিছি এখন দেখি সাইলেন্ট হলো কিনা. . দেখুন সাইলেন্ট হয়ে গেছে তো সবাই ভাল থাকুন সুস্ত থাকুন ট্রিক বিডির সাথে থাকুন সম্যসা হলে কমেন্ট করুন [ad_2] Source link